Kiku Sharda

এক কাপ কাপুচ্চিনো ও চায়ের দাম ৭৮ হাজার ৬৫০! কোথায় জানেন?

হোটেল থেকে এক কাপ চা ও এক কাপ কাপুচ্চিনোর জন্য কিকুকে দিতে হয়েছে ’৭৮ হাজার ৬৫০’!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৪
Share:

কফি ও চায়ের বিল ৭৮,৬৫০। ছবি টুইটার থেকে সংগৃহীত।

অভিনেতা রাহুল বোসের কাছে চণ্ডীগড়ের একটি পাঁচতারা হোটেল দু’টি কলার দাম নিয়েছিল ৪৪২ টাকা। বিষয়টি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। সেই রকমই ঘটনা সম্প্রতি ঘটেছে অভিনেতা-কমেডিয়ান কিকু শারদার সঙ্গে। হোটেল থেকে এক কাপ চা ও এক কাপ কাপুচ্চিনোর জন্য কিকুকে দিতে হয়েছে ’৭৮ হাজার ৬৫০’!

Advertisement

সেই ঘটনার কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছেন কিকু। দিয়েছেন বিলের ছবিও। তবুও বিষয়টি নিয়ে কোনও অভিযোগ জানাননি কিকু। কেন জানেন?

ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়েছেন ওই অভিনেতা। সেখানে গিয়ে হোটেলে উঠেছেন তিনি। সেই হোটেলে তিনি দিয়েছিলেন এক চা ও এক কাপ কাপুচ্চিনোর অর্ডার। এই দু’কাপ পানীয়ের জন্য তাঁর বিল এসেছিল ৭৮ হাজার ৬৫০। তবে এই অঙ্ক ভারতীয় টাকায় নয়, ইন্দোনেশিয়ান রুপিয়াতে। তাই ভারতীয় মুদ্রায় ওই দু’কাপ পানীয়ের দাম হচ্ছে ৪০০ টাকা। বিযয়টি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করে নেটিজেনদের সঙ্গে মজা করেছেন কিকু। এই জন্যেই বিষয়টি নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন ওই অভিনেতা।

Advertisement

আরও পড়ুন: ‘মিলনে’ বাধা দিতেই সিংহীকে তাড়া দুই ‘সমকামী’ সিংহের!

আরও পড়ুন: ১২ ফুট পাইথনের পেট থেকে বেরিয়ে আসছে আস্ত বিড়াল! ভিডিয়ো ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement