Viral

ঘোড়ার অসহযোগিতা! পিঠ থেকে পড়ে মৃত্যু এই সুন্দরী জকির

ঘোড়ার দৌড়ে জকি হওয়ার ক্ষেত্রে মহিলাদের সংখ্যা খুবই কম।সেক্ষেত্রে মিকেলা ক্লারিজের মৃত্যু বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন তাঁর প্রশিক্ষক কেন কিজ। মিকেলার মৃত্যুতে চলতি কয়েকটি রেস বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ১৪:২৪
Share:

মিকেলা ক্লারিজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

অনুশীলনের সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলা জকির। অস্ট্রেলিয়ার ক্র্যানবর্ন রেসকোর্সের ঘটনা। শুক্রবার সকাল সাড়ে চারটা নাগাদ এই দুর্ঘটনা হয়। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরই সেখানে উপস্থিত চিকিত্সক ছুটে যান। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। মৃত মহিলা জকির নাম মিকেলা ক্লারিজ (২২)। গত এপ্রিলেই বিয়ে করেন তিনি।

Advertisement

২০১৫ সাল থেকে ১৮ বছর বয়সে জকি হওয়ার প্রশিক্ষণ নিতে শুরু করেন মিকেলা ক্লারিজ। ২০১৭ সালেরেসকোর্সেজকি হিসেবে আত্মপ্রকাশ হয় তাঁর। ২০১৮ সালে অগস্টে ওয়ানগারাট্টাতে প্রথম রেসেই দ্বিতীয় হন তিনি। গত বছর সেপ্টেম্বরেএকটি রেসে প্রথম হন তিনি। তারপর থেকে ২৮টি রেস জেতেন মিকেলা। শেষ রেসটি জেতেন ১১ জুলাই। তারপরই মাত্র ২২ বছর বয়সে দুর্ঘটনায় মৃত্যুর কলে ঢলে প়ড়লেনমিকেলা ক্লারিজের।

ঘোড়ার দৌড়ে জকি হওয়ার ক্ষেত্রে মহিলাদের সংখ্যা খুবই কম।সেক্ষেত্রে মিকেলা ক্লারিজের মৃত্যু বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন তাঁর প্রশিক্ষক কেন কিজ। মিকেলার মৃত্যুতে চলতি কয়েকটি রেস বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন : জঙ্গলের রাজাকে কখনও ঘাস খেতে দেখেছেন? গির অরণ্যে ঘাস খাচ্ছে সিংহ!

আরও পড়ুন : বিপুল বকেয়া, কেটে দেওয়া হল ইমরানের অফিসের বিদ্যুত্ সংযোগ!

প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, মিকেলা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাহায্যের জন্য ছুটে যান চিকিত্সক। কিন্তু চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। তবে এই দুর্ঘটনায় আর কেউ আহত হননি। মিকেলার পরিবারে পাশে থাকার কথা জানিয়ে রেসকোর্স কর্তৃপক্ষ। মিকেলার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছন তাঁর পরিচিতরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement