Viral

১৯ বছর ধরে দোকান থেকে জিনিস চুরি করে ২৮ কোটি টাকার মালিক হয়ে গেলেন মহিলা, তবে...

আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন সম্ভবত একটাই উদ্দেশে, বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র চুরি করা। আর এই কাজ নাকি তিনি গত ১৯ বছর ধরে করে গিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ১৫:৫১
Share:

প্রতীকী চিত্র।

চুরি বিদ্যা বড় বিদ্যা। কিন্তু যদি ধরা পড়ে যায়? তা হলে জেল, জরিমানা সবই হতে পারে। তবে দোকান থেকে একটা দুটো করে জিনিস সরাতে সরাতে কাউকে কোটিপতি হয়ে উঠেছেন বলে শুনেছেন কখনও? সম্প্রতি এমনই এক মহিলার ঘটনা সামনে এল আমেরিকার টেক্সাসে।

Advertisement

টেক্সাসের বাসিন্দা অভিযুক্ত ওই মহিলার নাম কিম রিচার্ডসন, বয়স ৬৩ বছর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন সম্ভবত একটাই উদ্দেশে, বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র চুরি করা। আর এই কাজ নাকি তিনি গত ১৯ বছর ধরে করে গিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালের অগস্ট থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন দোকানে চুরি করেছেন কিম। তিনি দোকানে চুরি করার জন্য নজরদারি বা নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার যন্ত্র ব্যবহার করতেন। আর চুরি করা জিনিসপত্র একটি বড় কালো ব্যাগে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসতেন। দিনের পর দিন ১৯ বছর ধরে এই কাজ করে গিয়েছেন কিম।

Advertisement

চুরি করা জিনিসপত্র কিম আবার অনলাইনে বিক্রি করে দিতেন। তিনি এই সব জিনিস ভাল করে প্যাকিং করে আমেরিকার বিভিন্ন ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাঁর ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন। আর দাম নিতেন ‘পে পাল’-এর মাধ্যমে। তদন্তকারীরা হিসাব করে দেখেছেন, এই ১৯ বছরে কিম ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটি ৯১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা কামিয়েছেন চুরির মাল বেচে।

আরও পড়ুন: এমন পোষ্য নিয়ে হাঁটতে বেরলেন যুবক, পুলিশ খবর দিলেন পথচারীরা

আরও পড়ুন: কেমন করে শিকার করে কুমির? ক্যামেরাবন্দি হল ওড়িশার নদী পাড়ে​

চুরি এবং সেই মাল বিক্রি করে আয়ের কথা স্বীকার করে নিয়েছেন কিম রিচার্ডসন। আদালত তাঁকে সাড়ে চার বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এবং জরিমানা করা হয়েছে প্রায় ২৭ কোটি ৯১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা। সেই সঙ্গে ছাড়া পাওয়ার পর আরও তিন বছর তাঁর উপর নজর রাখার নির্দেশ দিয়েছে প্রশাসনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement