Viral

১৯ কেজির মাছ ধরল ৯ বছরের ছেলে, তারপর কী করল দেখুন

ন’বছরের অ্যালেক্সের বড়শিতে এত বড় ব্লু ক্যাটফিস উঠায় সে তো যারপরনাই আহ্লাদিত। সে ঠিক করে মাছটির সঙ্গে ছবি তুলবে। সেই মতো মাছটি কোলে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিয়ো তোলা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ১৭:০৩
Share:

নিজের ধরা মাছ কোলে অ্যালেক্স। ছবি: এপি।

ন’বছরের বাচ্চাটি বাবার কাছে জেদ ধরে, সে-ও মাছ ধরতে যাবে। তার বাবাও দেখলেন রবিবার, ছুটির দিন, তাই ছেলেকেও নিয়ে নেন সঙ্গে। দু’জনে মিলে বড়শি ফেলে বসে যান জলাশয়ের ধারে। কিন্তু কিছুক্ষণ পরেই যা ঘটল তা পিতা-পুত্র কেউই আশা করেনি।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোর এলিফ্যান্ট বুট্টে রিজারভারে মাছ ধরতে গিয়েছিলেন ক্রিস ফ্লোরেস ও তাঁর ছেলে অ্যালেক্স। কিছুক্ষণ পরেই ছেলে অ্যালেক্সের বড়শিতে টান পড়ে। অ্যালেক্সের বাবা বুঝতে পারেন, ছোটখাটো কিছু নয়, বেশ ওজনদার কিছুউঠতে চলেছে।বেশ কিছুক্ষণ দু’জনে মিলে কসরত করার পর বিশাল মাছটিকে ডাঙায় তোলা সম্ভব হয়। ওজন করে দেখা যায় মাছটি ১৯ কিলোগ্রামের।

ন’বছরের অ্যালেক্সের বড়শিতে এত বড় ব্লু ক্যাটফিস উঠায় সে তো যারপরনাই আহ্লাদিত। সে ঠিক করে মাছটির সঙ্গে ছবি তুলবে। সেই মতো মাছটি কোলে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিয়ো তোলা হয়।

Advertisement

আরও পড়ুন: রাস্তায় লাফিয়ে বেড়াচ্ছে শয়ে শয়ে মাছ, ব্যাগে পুরতে ব্যস্ত মানুষ!

আরও পড়ুন: শিকার ধরতে বাইক আরোহীর দিকে লাফ চিতাবাঘের, তারপর... দেখুন হাড় হিম করা ভিডিয়ো

মাছটি দেখে প্রথমে দু’জনেই আনন্দে আত্মহারা হয়ে গেলেও অ্যালেক্সই সিদ্ধান্ত নেয় সে মাছটিকে ফের জলেই ছেড়ে দেবে। ছবি তোলার পর অ্যালেক্স মাছটি ফের রিজার্ভারের জলে ছেড়ে দেয়। তবে অ্যালেক্স মাছটির একটি নামও দেয়। পোকেমনের চরিত্র ওয়েলর্ড-এর নামে তার নাম রাখা হয় তার। এত বড় একটি ব্লু ক্যাটফিস ধরেও জলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে নেটিজেনরা প্রচুর প্রশংসা করছেন অ্যালেক্সের।

আরও পড়ুন: বিকিনি পরলেই বিনামূল্যে জ্বালানি, গ্যাস স্টেশনের ঘোষণায় কী হল দেখুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement