Viral

বিজ্ঞাপনের হাত থেকে মানুষকে অবকাশ দিতে অভিনব আইডিয়া বিজ্ঞাপন সংস্থার

কানাডার হ্যালিফ্যাক্স শহরে বিজ্ঞাপন সংস্থা ‘উন্ডার’ শুরু করেছে, ‘হোয়াইট ক্রিসমাস’ ক্যাম্পেন। উন্ডার,শহরের বেশ কিছু হোর্ডিং, বিলবোর্ড, বিজ্ঞাপন দেওয়ার জায়গা টাকা খরচ করে ভাড়া নিয়েছে। কিন্তু সেগুলিতে কোনও বিজ্ঞাপন দেয়নি, সেগুলি সবই সাদা রেখে দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

হ্যালিফ্যাক্স, কানাডা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ১৯:২৬
Share:

সাদা হোর্ডিং। ছবি: টুইটার থেকে নেওয়া।

‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, শহরের মানুষের এই খেদোক্তি মনে হয় বুঝতে পেরেছে অন্তত একটি কোম্পানি। টিভি, রেডিও, হোর্ডিং, সংবাদপত্র থেকে ইউটিউব, ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়া, সর্বত্র আজ বিজ্ঞাপনের বাড়বাড়ন্ত। কখনও কখনও এই বিজ্ঞাপন বিরক্তির চরমে পৌঁছে যায়। তাই বিজ্ঞাপন থেকে মানুষকে একটু নিষ্কৃতি দিতে উদ্যোগী হল একটি বিজ্ঞাপন সংস্থা।

Advertisement

কানাডার হ্যালিফ্যাক্স শহরে বিজ্ঞাপন সংস্থা ‘উন্ডার’ শুরু করেছে, ‘হোয়াইট ক্রিসমাস’ ক্যাম্পেন। উন্ডার,শহরের বেশ কিছু হোর্ডিং, বিলবোর্ড, বিজ্ঞাপন দেওয়ার জায়গা টাকা খরচ করে ভাড়া নিয়েছে। কিন্তু সেগুলিতে কোনও বিজ্ঞাপন দেয়নি, সেগুলি সবই সাদা রেখে দিয়েছে।

শুধু হোর্ডিংই নয়, তারা ইউটিউব, ফেসবুকেও এই হোয়াইট ক্রিসমাস ক্যাম্পেন চালাচ্ছে। যেখানে বিজ্ঞাপনের জায়গা শুধুই সাদা রাখা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: সমুদ্রের মাঝে এক জাহাজের ধাক্কায় চুরমার হয়ে যাচ্ছে অন্য জাহাজের একাংশ

এই হোয়াইট ক্রিসমাসের আইডিয়া উন্ডারের সংস্থার ক্রিয়েটিভ ডিরেক্টর স্টিফেন ফ্লিনের মস্তিষ্কপ্রসূত।তিনি জানিয়েছেন, প্রথমে তাঁরা অ্যাড ব্লকের কথা ভেবেছিলেন কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। তাই তাঁরা এই হোয়াইট ক্রিসমাসের কথা ভাবেন।

আরও পড়ুন: প্রিওয়েডিং ফটোশুটে সিএএ, এনআরসি নিয়ে কী বার্তা দিলেন দেখুন এই হবু দম্পতি

হোয়াইট ক্রিসমাসের তরফে একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কোথায় কোথায় কী ভাবে মানুষকে বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি দিতে চেষ্টা করেছে উন্ডার।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement