United Nations

অতিমারির রূপ নিয়েছে নারী-শিশুর বিরুদ্ধে হিংসা

কোভিড অতিমারির জেরে পৃথিবীজোড়া লকডাউন, ঘরে বসে কাজ এবং বেকারত্বে জর্জরিত সারা পৃথিবীর এক বিশাল অং‌শের মানুষ।

Advertisement

 সংবাদ সংস্থা

রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ০৪:৫৯
Share:

—ফাইল চিত্র

মহিলাদের বিরুদ্ধে হিংসা থামানোর লক্ষ্যে উৎসর্গীকৃত আজকের এই দিনটি। সেই ২৫ নভেম্বরেই অত্যন্ত উদ্বেগজনক একটি বার্তা দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। বললেন, ‘‘এক বছর ধরে অতিমারির ছায়া আমাদের পৃথিবী ঢেকে রেখেছে। কিন্তু আর এক পরোক্ষ অতিমারিও আমাদের ক্রমশ আচ্ছন্ন করে ফেলছে। সেই অতিমারি নারী ও শিশুদের বিরুদ্ধে বেড়ে চলা হিংসার। সারা পৃথিবী জুড়ে এই ব্যাধির প্রকোপ বাড়ছে। আপৎকালীন ভিত্তিতে এই রোগের মোকাবিলা করতে হবে।’’

Advertisement

কোভিড অতিমারির জেরে পৃথিবীজোড়া লকডাউন, ঘরে বসে কাজ এবং বেকারত্বে জর্জরিত সারা পৃথিবীর এক বিশাল অং‌শের মানুষ। রোজগার নিয়ে নিরাপত্তাহীনতা এবং পাল্টে যাওয়া পারিবারিক সমীকরণে পাল্লা দিয়ে বেড়েছে ঘরোয়া হিংসাও। এর আগেও রাষ্ট্রপুঞ্জের করা একাধিক সমীক্ষায় এই ভয়ের ছবি উঠে এসেছিল। যার অনুরণন শোনা গেল আজ মহাসচিবের বক্তব্যে।

টুইটার-বার্তায় গুতেরেস লিখেছেন, ‘‘আজ, ২০ নভেম্বর, মহিলাদের বিরুদ্ধে হিংসা বন্ধের ডাক দিয়ে আন্তর্জাতিক দিবস পালন করা হয়। আজকের এই বিশেষ দিনে আমি সারা পৃথিবীর সব মানুষ, সব সংগঠন এবং সব সরকারের কাছে আর্জি জানাচ্ছি, তারা যেন নারী ও শিশুদের বিরুদ্ধে হিংসা বন্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করে। এই বিশ্বজনীন ‘ছায়া অতিমারি’র বিরুদ্ধে আমাদের কঠোর লড়াই চালাতে হবে।’’

Advertisement

মহাসচিব আরও জানিয়েছেন, অতিমারি পরিস্থিতিতে মহিলাদের বিরুদ্ধে হিংসা রুখতে ১৬ দিনের বিশেষ কর্মসূচি নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ১০ ডিসেম্বর পর্যন্ত তৃণমূল স্তরে বিভিন্ন সংগঠনকে চিহ্নিত করার কাজ চালানো হবে, যারা ঘরোয়া হিংসা রুখতে কাজ করছে বা কাজ করতে পারবে। তার পরে এই সব সংগঠনকে প্রয়োজনীয় অর্থসাহায্য করবে রাষ্ট্রপুঞ্জ। হিংসার শিকার হয়েছেন যে সব মেয়ে, বা ঘরোয়া হিংসার বিরুদ্ধে সরব হয়েছেন যাঁরা, তাঁদেরও চিহ্নিত করে সাহায্য করা হবে বলে জানান গুতেরেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement