অনুচ্চ মঞ্চের উপর দাঁড়িয়ে বক্তৃতা করছেন তিনি। ইতিউতি স্রোতাদের জটলা। হঠাৎই এক ব্যক্তির হাত উঠল তাঁর দিকে। সেই সঙ্গে ঝলকানি আর ধোঁয়া।
শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা করার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হন। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে জাপানের সরকারি টিভি চ্যানেল এনএইচকে ডোমেস্টিক ব্রডকাস্ট। তাতে দেখা যাচ্ছে এই দৃশ্য।
গুরুতর জখম শিনজো বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জাপান পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম টেটসুয়া ইয়ামাগামি। ওই ব্যক্তি নারা শহরেরই বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি।