আমেরিকার জল পরিষ্কার, দাবি ট্রাম্পের 

প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সঠিক দাবি করে ট্রাম্প জানান, তিনি মোটেই জলবায়ু পরিবর্তনের বিপদকে উপেক্ষা করছেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৯ ০০:৪১
Share:

জাপানে জি-২০ সম্মেলনে ট্রাম্প।—ছবি এএফপি।

জলবায়ু পরিবর্তন নিয়ে উপেক্ষার সুর অক্ষুণ্ণ রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানে জি-২০ সম্মেলনে ট্রাম্প বললেন, ‘‘সর্বকালের মধ্যে আমাদের দেশের জল এখন সব চেয়ে পরিষ্কার, হাওয়া এখন সব চেয়ে দূষণমুক্ত। কিন্তু এত দিন ধরে একটু একটু করে যা আমরা তৈরি করেছি, সেই প্রচণ্ড ক্ষমতা আমরা ছাড়তে পারব না।’’ আরও বলেন, ‘‘অন্য দেশগুলো যা করছে, আমি তাদের সঙ্গে ঠিক একমত নই। ওরা শক্তি নষ্ট করছে। আমি কারখানা তৈরির কথা বলছি। উইন্ডমিল বা হাওয়াকল দিয়ে সব সময় কাজ হয় না। হাওয়া বন্ধ হলেই তো কারখানা আর কাজ করবে না। সৌরশক্তিতেও সব সময় কাজ হয় না। অতটাও শক্তিশালী নয় সৌরশক্তি। তার থেকে বায়ুশক্তিকে অনেকে এগিয়ে রাখে, কিন্তু তাতেও নানা ধরনের সমস্যা হয়। আমেরিকায় হাওয়াকলগুলোকে প্রচুর পরিমাণ ভর্তুকি দিয়ে চালাতে হয়। আমার পছন্দ নয়।’’

Advertisement

প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে সঠিক দাবি করে ট্রাম্প জানান, তিনি মোটেই জলবায়ু পরিবর্তনের বিপদকে উপেক্ষা করছেন না। বরং বিশ্ব উষ্ণায়ন নিয়ে তিনি ভাবনাচিন্তা করছেন। কারণ বিশ্ব উষ্ণায়নের জেরে মার্কিন অর্থনীতি ধাক্কা খাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement