Joe Biden

কড়া নীতি চালুর পথে বাইডেন

ক্ষমতায় আসার পরে ট্রাম্পের একাধিক নীতি বদলে ফেললেও জো বাইডেন ‘টাইটেল ৪২’ নীতিতে এত দিন পরিবর্তন আনেননি। যার জন্য বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ০৮:২৭
Share:

প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি।

শেষ হতে চলেছে ‘টাইটেল ৪২’। বৃহস্পতিবার মধ্যরাতে ওয়াশিংটনের অভিবাসন নীতির এই পালাবদলের আগে শরণার্থীদের ভিড় উপচে পড়তে দেখা গেল আমেরিকা-মেক্সিকো সীমান্তে। কারণ ২০২০ সালে অতিমারির আবহে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনা এই নীতির বিকল্প হিসেবে নয়া নীতি আনতে চলেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। যা এই ‘টাইটেল ৪২’-র চেয়ে কয়েকগুণ কড়া হবে বলেই গুঞ্জন।

Advertisement

এই নয়া নীতি ঘোষণার সঙ্গে সঙ্গে সীমান্তে শরণার্থীদের ভিড় সামাল দিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। হোমল্যান্ড সিকিয়োরিটি সচিব আলেজান্দ্রো মেয়রকাস এক বিবৃতিতে বলেন, ‘‘যাঁরা আমেরিকায় প্রবেশের জন্য আইনি পথ ব্যবহার করেননি, তাঁরা এ বার আরও কঠিন পরিণতির জন্য তৈরি থাকুন।’’ উল্লেখ্য, বর্তমানে আমেরিকা-মেক্সিকো সীমান্তে হাজির হওয়া শরণার্থীর সংখ্যা ৬০ হাজার পেরিয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।

ক্ষমতায় আসার পরে ট্রাম্পের একাধিক নীতি বদলে ফেললেও জো বাইডেন ‘টাইটেল ৪২’ নীতিতে এত দিন পরিবর্তন আনেননি। যার জন্য বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে বেআইনি ভাবে সীমান্ত পেরোনো রুখতে এ বার কড়া পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement