America

সন্ত্রাস ও ভারত নিয়ে পাকিস্তানকে বার্তা মার্কিন কূটনীতিকের

উইলিয়াম থাড যে ইসলামাবাদে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন তা গত কাল বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। সেখানে তিনি আইনপ্রণেতাদের সামনে পাকিস্তান নিয়ে নিজের সবিস্তার মতামত জানান।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৭
Share:

ফাইল চিত্র

পাকিস্তানে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন উইলিয়াম থাড। তার আগে ইসলামাবাদকে নরমে-গরমে বার্তা দিলেন তিনি। থাডের মতে, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানকে সদর্থক ও অপরিবর্তনীয় নীতি গ্রহণ করতে হবে। ওয়াশিংটন যে কোনও অবস্থাতেই ইসলামবাদের হাত ছাড়তে চায় না, প্রকারান্তরে তা-ও বুঝিয়ে দিয়েছেন থাড।

Advertisement

উইলিয়াম থাড যে ইসলামাবাদে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন তা গত কাল বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। সেখানে তিনি আইনপ্রণেতাদের সামনে পাকিস্তান নিয়ে নিজের সবিস্তার মতামত জানান। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে ইতিবাচক ভূমিকা নিতেই হবে এবং গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের ব্যাপারে আন্তর্জাতিক মহলকে ইসলামাবাদ যে দায়বদ্ধতার কথা বলেছিল, তা তাদের পূরণ করতে হবে। ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে থাড বলেছেন, ‘‘পাকিস্তান যদি আমেরিকার সঙ্গে মজবুত সম্পর্ক তৈরি করতে চায়, তা হলে জঙ্গি দমনে তাদের ধারাবাহিক পদক্ষেপ করতে হবে এবং অপরিবর্তনীয় নীতি গ্রহণ করা জরুরি।’’ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইসলামাবাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন এই মার্কিন কূটনীতিক। তাঁর কথায়, ‘‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা দুই দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যপূরণে পাক-মার্কিন সহযোগিতা অতি আবশ্যিক।’’

থাডের বক্তব্যে অনিবার্য ভাবেই উঠেছে ভারতের প্রসঙ্গও। সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেও ভারত প্রসঙ্গ উঠতেই কিছুটা হলেও তিনি সুর নরম করেছেন বলে মনে করেছেন কূটনীতিকদের একাংশ। বক্তৃতায় থাড বলেছেন, ‘‘ভারতের সঙ্গে আমাদের মজবুত ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। কিন্তু তা কখনওই পাকিস্তানকে ব্রাত্য করে নয়।’’ কূটনীতিকদের একাংশের মতে, থাড বুঝিয়ে দিয়েছেন সন্ত্রাস নিয়ে কড়া কথা বললেও ইসলামাবাদকে পাশে রাখতে যথেষ্টই ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভারত-পাকিস্তানের বিবাদ নিয়ে থাডের বক্তব্য, ‘‘আমাদের আশা, উভয় দেশই উত্তেজনা প্রশমনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। উভয় পক্ষ যদি আমাদের অনুরোধ করে, তা হলে আমরা তাদের মধ্যে আলোচনার পথ সুগম করতে প্রস্তুত। এ কথা প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement