Rottweiler

প্রেমিকের ৯ বছরের কন্যার উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ, মালকিনের কথা অক্ষরে অক্ষরে পালন রটউইলারের

জামারিয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। রিপোর্টে বলা হয়েছিল, তার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ, ক্ষতচিহ্ন রয়েছে। মেয়েটিকে খুন করা হয়েছে বলেও স্পষ্ট জানানো হয়েছিল রিপোর্টে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পোষ্য রটউইলার তাঁর কথাতেই ওঠে-বসে। সেই সুযোগটিই নিলেন মহিলা। প্রেমিকের ৯ বছরের কন্যার উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন পোষ্যকে। নির্দেশ মেনে মেয়েটিকে খুন করল রটউইলার। আমেরিকার ফ্লোরিডার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম জামারিয়া সেশনস। গত ১৭ জুন চিকিৎসকদের ফোন করে এক জন জানিয়েছিলেন, একটি শিশুকন্যা অসুস্থ হয়ে পড়েছে। তার সাড়া মিলছে না। খবর পেয়ে ফ্লোরিডার মন্টভার্ডের বাড়িতে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় জামারিয়াকে পড়ে থাকতে দেখেন চিকিৎসকেরা। তাঁরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ওই বাড়িটি ছিল টিশায়েল এলিস মার্টিনের। এলিসেরই প্রেমিক লোজুয়ান সেশনসের মেয়ে হল জামারিয়া। খবর পেয়ে বাড়িতে এসে পৌঁছন জামারিয়ার বাবা লোজুয়ান। তিনি এসে রীতিমতো বিস্মিত হন। তদন্তকারীদের জানান, ১০ জুন এলিস তাঁকে মেসেজ করে জানিয়েছিলেন, জামারিয়াকে তাঁর মা ক্যালিফোর্নিয়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন।

জামারিয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। রিপোর্টে বলা হয়েছিল, তার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ, ক্ষতচিহ্ন রয়েছে। মেয়েটিকে খুন করা হয়েছে বলেও স্পষ্ট জানানো হয়েছিল রিপোর্টে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রায় এক মাসেরও বেশি সময় পর কোর্টের অনুমতি নিয়ে এলিসের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে তারা। একটি ফুটেজে দেখা যায়, পোষ্যের গলার চেন হাতে ধরে তাকে নির্দেশ দিচ্ছেন এলিস। তার পরেই মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। যে দিন জামারিয়ার দেহ উদ্ধার করেছিল পুলিশ, তার দু’দিন আগে এই ঘটনা ঘটে। ২৮ অগস্ট ৩৪ বছরের এলিসকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের পাশাপাশি শিশু নির্যাতনের ধারাতেও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement