US Election 2020

ভোটগ্রহণ শুরু আমেরিকায়, হোয়াইট হাউসের দৌড়ে ট্রাম্প-বাইডেন

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে আমেরিকায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ২৩:২৭
Share:

বুথের বাইরে লাইন ভোটারদের।

করোনা আবহেই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ আমেরিকায় ভোটগ্রহণ শুরু হল। দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউস দখলে মরিয়া হয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁর শাসনকালে গত চারবছরে সামাজিক মেরুকরণ যে পর্যায়ে পৌঁছেছে, তা এর আগে কখনও দেখা যায়নি বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাই দেশের একটা বড় অংশের মানুষ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থনে এগিয়ে আসতে পারেন বলে মত তাঁদের।

Advertisement

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে আমেরিকায় ভোটগ্রহণ শুরু হয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ভার্জিনিয়ার মতো শহরেই প্রথম ভোটগ্রহণ শুরু হয়। তবে নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ এবং মিসফিল্ড গ্রাম দু’টিতেই সবার আগে বুথ খুলে দেওয়া হয়। মধ্যরাত থেকে সেখানে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়ে যায় বলে জানা গিয়েছে। ডিক্সভিল নচ থেকে ইতিমধ্যে ভোটের ফলাফলও আসতে শুরু করে দিয়েছে।

এখনও পর্যন্ত বিভিন্ন সমীক্ষায় যা ইঙ্গিত মিলেছে, তাতে হোয়াইট হাউসের দৌড়ে বাইডেনই এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। এ বারের নির্বাচনে ফ্লোরিডা, পেনসিলভ্যানিয়া, মিশিগানের মতো প্রদেশগুলি নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পেনসিলভ্যানিয়া এবং মিশিগানের অধিকাংশ মানুষই ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের সমর্থক।

Advertisement

আরও পড়ুন: আমেরিকায় এক ভারতীয়কে কুপিয়ে খুন, সে দেশে যেতে চেয়ে স্ত্রীর আর্জি​

আরও পড়ুন: অক্সফোর্ডের টিকা অনুমোদন দিতে চূড়ান্ত পর্যালোচনা শুরু করল ব্রিটেন

একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নেওয়াও, বাইডেনের পক্ষে লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রবাসী ভারতীয়দের একটা বড় অংশের সমর্থন তাঁর পক্ষে যেতে পারে। তবে এ সব নিয়ে মাথা ঘামাতে নারাজ ট্রাম্প। তাঁর দাবি, ভোটারদের প্রভাবিত করতে ভুয়ো সমীক্ষা প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement