—ফাইল চিত্র।
ইঙ্গিত দিয়েছিলেন আগেই। ভাবী আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ফের বললেন, হোয়াইট হাউসে আসার প্রথম দিনই আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (হু) যোগ দেবে আমেরিকা। চিনের প্রতি অকারণ পক্ষপাতের অভিযোগে গত এপ্রিলে হু থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন তা হলে ফের ঢুকতে চাইছেন কেন? কারণটা যে চিনই— কাল ডেলাওয়্যারের উইলমিংটনে এক সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করে দিলেন প্রেসিডেন্ট-ইলেক্ট বাইডেন।
তাঁর কথায়, ‘‘চিন সব আইনকানুন মানছে কি না, সেটা দেখতেই হবে। বাইরে থেকে তা সম্ভব নয় বলেই ফের হু-তে ফিরবে আমেরিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে থাকতে হলে চিনকে সব নিয়ম মানতেই হবে।’’
ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই করোনা-যুদ্ধে নামার কথা বলছেন বাইডেন। এ বার জুড়ল ফের হু-র অংশ হওয়ার প্রতিশ্রুতি। ভোটের প্রচারে একাধিক বার ‘চিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত’ বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল বাইডেনকে। ট্রাম্প কয়েক দফায় আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছেন বেজিংয়ের উপরে। বাইডেন কী করবেন? উত্তরে তিনি বলেন, ‘‘দেখি, ওরা সব নিয়ম মানছে কি না! প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা পরে ভাবা হবে।’’ পাশাপাশি, প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকা ফের ঢুকতে চায় বলেও এ দিন জানান তিনি।