winter olympics

China: মানবাধিকার প্রশ্নে চিনে শীতকালীন অলিম্পিক্স ‘কূটনৈতিক বয়কট’ করতে পারে আমেরিকা

আগামী ৪-২০ ফেব্রিুয়ারি চিনে শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে। বেজিংয়ের পাশাপাশি ঝ্যাংজিয়াকউ এবং ইয়াংকিঙে হবে বিভিন্ন প্রতিযোগিতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০৯:৫৭
Share:

প্রতীকী ছবি।

আগামী বছর চিনে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক্স কূটনৈতিক বয়কটের পথে হাঁটতে পারে আমেরিকা। বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা জানিয়েছেন। চিনা সরকারের ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাইডেন।

Advertisement

কূটনৈতিক বয়কটের অর্থ হল, আমেরিকার ক্রীড়াবিদেরা শীতকালীন অলিম্পিক্সে অংশ নেবেন। কিন্তু বাইডেন সরকারের কোনও প্রতিনিধি অলিম্পিক্সের আসরে হাজির থাকবেন না। বাইডেনের ঘোষণা, ‘‘আমেরিকার ক্রীড়াবিদদের প্রভাবিত না করেই আমরা চিনের অনধিকার হস্তক্ষেপের বিরোধিতা করা হবে। আমরা এমন কিছু বিবেচনা করছি।’’

আমেরিকার বিদেশ দফতর জানিয়েছে, শিনজিংয়ায়ে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন-সহ বিভিন্ন ঘটনার জেরেই এমন পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে।

Advertisement

আগামী ৪-২০ ফেব্রিুয়ারি চিনে শীতকালীন অলিম্পিক্স অনুষ্ঠিত হবে। রাজধানী বেজিংয়ের পাশাপাশি হেইবেই প্রদেশের ঝ্যাংজিয়াকউ এবং পার্বত্য অঞ্চল ইয়াংকিঙে হবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। বেজিংই একমাত্র শহর যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন— দু’রকম অলিম্পিকেরই আসর বসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement