Joe Biden

শার্ট খুলে সৈকতে ঘুরছেন আমেরিকার প্রেসিডেন্ট, মুহূর্তে ভাইরাল হল ছবি

বাইডেন আমেরিকার ইতিহাসে অন্যতম প্রবীণ প্রেসিডেন্ট। যিনি ২০২৪ সালে সম্ভবত প্রেসিডেন্ট হিসাবে তাঁর দ্বিতীয় দফার দৌড় শুরু করবেন বলে মনে করছেন তাঁর শুভানুধ্যায়ীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৮:৩৭
Share:

আমেরিকার সৈকতে প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত।

খোলা শার্টের স্টাইল বললেই ভারতীয়দের চোখে ভেসে ওঠে সলমন খানের ছবি। আমেরিকায় সেই একই স্টাইলে নজর কারলেন খোদ প্রেসিডেন্ট। উর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত করে সম্প্রতি সৈকতে নেমেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর সেই ছবি হুড়মুড়িয়ে দেখল সমাজমাধ্যম।

Advertisement

রবিবার ছুটির দিন। সৈকতে ছুটি কাটাতে এসেছিলেন আমেরিকার মানুষ। সেখানেই নীল রঙের শর্টস পরে শার্ট ছাড়া হাজির হলেন আমেরিকার প্রেসিডেন্ট জো। চোখে কালো চশমা। মাথায় টুপিটি উল্টো দিকে ঘোরানো। পায়ে ‘ম্যাচিং’ নীল রঙা টেনিস শ্যু।

দিন কয়েক আগেই ডেলাওয়্যারের রোহোবোথে স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে বাইডেনের একটি ছবি পোস্ট করেছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব। তবে, সেই ছবিতে বাইডেনের উর্ধ্বাঙ্গে পোশাক ছিল। নীল রঙের একটি পোলো টি-শার্ট পরেছিলেন জো। তবে তাঁর সাম্প্রতিক ছবিটি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেছেন রোহোবোথের সৈকতে ছুটি কাটাতে আসা এক সাংবাদিক, এরিক গেলার।

Advertisement

সৈকতে বাইডেন। এই ছবিটিই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ছবি: টুইটার

ছবিটি এক্সে (আগে টুইটার বলে পরিচিত ছিল যে সমাজমাধ্যম) পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট বাইডেন একটা দারুণ ঝলমলে দিন উপভোগ করছেন রোহোবোথের সৈকতে।’’

প্রসঙ্গত, বাইডেন আমেরিকার ইতিহাসে অন্যতম প্রবীণ প্রেসিডেন্ট। যিনি ২০২৪ সালে সম্ভবত প্রেসিডেন্ট হিসাবে তাঁর দ্বিতীয় দফার দৌড় শুরু করবেন বলে মনে করছেন তাঁর শুভানুধ্যায়ীরা। তবে এই জল্পনার মধ্যেই বাইডেন শারীরিক ভাবে কতটা ফিট, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। বাইডেনের শার্ট ছাড়া ছবি তাঁর স্বাস্থ্যের একটু বিশদ ঝলকই দেখাল বলে মনে করছেন সকলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement