Donald Trump

হু’র সঙ্গে সম্পর্ক ছিন্ন হল আমেরিকার, শপথগ্রহণের ৮ ঘণ্টার মধ্যেই নির্দেশিকা জারি ট্রাম্পের

ট্রাম্পের অভিযোগ, করোনা অতিমারি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এটিই একমাত্র কারণ নয়। হু’র বিরুদ্ধে আর কী অভিযোগ রয়েছে আমেরিকার নতুন প্রেসিডেন্টের?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮
Share:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিন্ন করলেন নতুন দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই এই সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। শপথগ্রহণের আট ঘণ্টার মধ্যেই একটি নির্দেশিকা জারি করেছেন ট্রাম্প। ‘দ্য নিউ ইয়র্ক টাইম্‌স’ জানিয়েছে, হু’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য বেশ কিছু কারণ উল্লেখ করেছেন তিনি। তার মধ্যে অন্যতম, হু’র বিরুদ্ধে করোনা অতিমারি পরিস্থিতির সঠিক ভাবে সামাল দিতে না পারার অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

করোনা পরিস্থিতি নিয়ে দোষারোপই একমাত্র কারণ নয় এ ক্ষেত্রে। ট্রাম্পের অভিযোগ, আমেরিকার কাছে ‘অন্যায্য ভাবে মোটা অঙ্কের অর্থ দেওয়ার’ জন্য দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু চিনের থেকে তুলনামূলক ভাবে কম অর্থ নেওয়া হয় বলে দাবি আমেরিকার নতুন প্রেসিডেন্টের। রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য বিষয়ক শাখা সংগঠন হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত কোনও সঙ্কট বা উদ্বেগের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চ হু। বিভিন্ন দেশের থেকে অনুদান পেয়ে থাকে এই সংস্থা।

সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, জো বাইডেনের জমানায় হু’র জন্য সবচেয়ে বেশি অর্থ দিয়েছে আমেরিকা। ২০২৩ সালে হু’র মোট বাজেটের এক পঞ্চমাংশই গিয়েছে আমেরিকার থেকে। এই অবস্থায় হু’র পাশ থেকে আমেরিকা সরে গেলে আর্থিক ঘাটতিরও মুখেও পড়তে পারে সংস্থাটি। সোমবার শপথের পর নির্দেশিকায় সই করার সময়ে ট্রাম্প বলেন, “বিশ্ব স্বাস্থ্য (সংস্থা) আমাদের ঠকিয়েছে। সবাই আমেরিকাকে ঠকিয়েছে। এ সব আর চলবে না।” সংবাদ সংস্থা ‘রয়টার্স’ ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে হু’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে তাদের কোনও প্রতিক্রিয়া আসেনি।

Advertisement

ট্রাম্পের মন্তব্য নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সাহায্য চালিয়ে যাবে। বেজিংয়ের বক্তব্য, হু বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উপর নজর রাখে। এমন একটি প্রতিষ্ঠানকে দুর্বল করার বদলে মজবুত করা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement