Russia-Ukraine War

যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া-ইউক্রনের সঙ্গে সৌদিতে বৈঠক আমেরিকার, জ়েলেনস্কি সরকার বলল ‘ফলপ্রসূ’

তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক ইতি টানতে সৌদি আরবে তৃতীয় দফার বৈঠক করল আমেরিকা। তারই মধ্যে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে যুযুধান দুই পক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৭:০৭
Share:
US officials holding talks with Russia and Ukraine in Saudi Arabia on ceasefire

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াধে দু’দেশের সঙ্গে পৃথক ভাবে আলোচনা হল আমেরিকার। রবিবার রাতে প্রথমে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পশ্চিম বিষয়ক দূত এবং রুশ-ইউক্রেন সংঘাত সমাধানের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্টিভ উইটকফ। সোমবার তিনি বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধিদের সঙ্গে।

Advertisement

ওয়াশিংটন জানিয়েছে, অসামরিক এলাকা এবং জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলিতে অবিলম্বে হামলা বন্ধের পাশাপাশি বৈঠকে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং পশ্চিম ইউরোপে ইউক্রেনকে শস্য রফতানির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সরকারের প্রতিরক্ষামন্ত্রী তথা সে দেশের প্রতিনিধিদলের নেতা রুস্তেম উমেরভ সোমবার বলেন, ‘‘ফলপ্রসূ এবং সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। আমরা জ্বালানি-সহ মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’’ তবে রিয়াধে বৈঠক চলাকালীনই রবিবার রাত থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ‘জবাব’ দিয়েছে জ়েলেনস্কির সেনাও।

প্রসঙ্গত, এই নিয়ে গত দু’মাসে সৌদিতে তৃতীয় যুদ্ধবিরতি বৈঠক করল আমেরিকা। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রিয়াধের বৈঠকে যোগ দেয়নি ইউক্রেন। এর পরে গত সপ্তাহে জেড্ডায় ত্রিপাক্ষিক বৈঠকে ৩০ দিনের ‘আংশিক যুদ্ধবিরতি’র প্রস্তাব মেনে নেয় পুতিনের সরকার। যদিও কার্যক্ষেত্রে অসামরিক এলাকা এবং জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা বন্ধের প্রতিশ্রুতি মস্কো পালন করেনি বলে কিভের অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement