US

পাঁচ বছরের ছেলে চালাচ্ছে গাড়ি, তিন ডলার নিয়ে যাচ্ছিল ল্যাম্বার্ঘিনি কিনতে!

কিন্তু গাড়ি থামিয়ে দেখতেই চমকে যান তিনি। গাড়ির চালকের আসনে বসে বাচ্চা একটি ছেলে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৬ মে ২০২০ ১৪:৩৩
Share:

পাঁচ বছরের ছেলে চালাচ্ছে গাড়ি। ছবি টুইটার থেকে সংগৃহীত।

আমেরিকার পশ্চিমে রয়েছে উটাহ প্রদেশ। সেখানকার রাস্তায় সম্প্রতি পেট্রলিং ডিউটি করছিলেন রিক মর্গ্যান নামের এক পুলিশ অফিসার। সেখানকার হাইওয়েতে একটি গাড়ি আটকানোর পর সেই গাড়ির চালককে দেখে চমকে গেলেন ওই অফিসার। সেই ঘটনার ছবি ‘উটাহ হাইওয়ে পেট্রল’ টুইটার হ্যান্ডল থেকে আপলোড করা হয়েছে। তার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Advertisement

পেট্রলিংয়ের সময় দূর থেকে ওই গাড়ির চালককে দেখতে পাচ্ছিলেন না পুলিশ অফিসার। প্রথমে তিনি ভেবেছিলেন বিশেষ ভাবে সক্ষম কোনও ব্যক্তি হয়ত চালাচ্ছেন গাড়ি। কিন্তু গাড়ি থামিয়ে দেখতেই চমকে যান তিনি। গাড়ির চালকের আসনে বসে বাচ্চা একটি ছেলে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে ছেলেটির বয়স মাত্র পাঁচ।

পুলিশ জানিয়েছে, পাঁচ বছরের ওই বাচ্চা মায়ের কাছে ল্যাম্বার্ঘিনি গাড়ি কেনার আবদার করেছিল। কিন্তু তা কিনে দিতে রাজি হওয়ায়, নিজেই ল্যাম্বার্ঘিনি কিনতে সে গাড়ি নিয়ে বেরিয়ে পরে বলে জানিয়েছে পুলিশ। যদিও সেই গাড়ি কেনার পর্যাপ্ত টাকা ছিল তার কাছে। মাত্র তিন ডলার নিয়েই সে বেরিয়ে পড়েছিল।

Advertisement

কিন্তু বাড়ি থেকে বেরিয়ে ক্যালিফোর্নিয়া যাওয়া তাঁর আর হয়নি। বাড়ি থেকে কয়েক কিলোমিটার যাওয়ার পরই তাকে ধরে ফেলে পুলিশ। তার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‘বাচ্চাটি বাড়িতে দাদার সঙ্গে ছিল। কিন্তু দাদা ঘুমিয়ে পড়তেই গাড়়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে সে। যদিও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি ঘটেনি।’’

আরও পড়ুন: করোনায় মৃত্যুতে ইটালিকে ছাপিয়ে ইউরোপের শীর্ষে ব্রিটেন, বিশ্বে আড়াই লক্ষের বেশি প্রাণহানি

আরও পড়ুন: অবাধ জিপিএস তথ্য দেবে না, জানাল গুগল-অ্যাপল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement