usa

Middle East: ইরাক-সিরিয়ায় ফের আক্রান্ত আমেরিকা

ইরাকি আধিকারিকেরা আজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরাকের বায়ুসেনা ঘাঁটিতে কমপক্ষে ১৪টি রকেট হামলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বাগদাদ শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ০৫:১৬
Share:

বাগদাদে আমেরিকার দূতাবাস। ফাইল চিত্র।

ইরাক ও সিরিয়ায় ফের আক্রান্ত আমেরিকার কূটনীতিক ও সেনা বাহিনীর সদস্যেরা। ইরাকি আধিকারিকেরা আজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইরাকের বায়ুসেনা ঘাঁটিতে কমপক্ষে ১৪টি রকেট হামলা হয়েছে। জঙ্গিদের লক্ষ্য ছিল, আমেরিকান সেনা বাহিনীর সদস্যেরা। এই হামলায় দুই আমেরিকান সেনা আহত হয়েছেন। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তির সিরিয়া ও ইরাক সীমান্তে ঘাঁটি গেড়ে থাকা ইরানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলির দিকে।

Advertisement

সপ্তাহখানেক আগেই ইরানি মদতপুষ্ট এই সব জঙ্গি ঘাঁটিতে আকাশ পথে হামলা চালিয়েছিল আমেরিকার বায়ুসেনা। তাতে চার জঙ্গির মৃত্যু হয়। গত কয়েক মাসে ইরাক ও সিরিয়ায়

একাধিক বার আমেরিকান বাহিনীর উপরে হামলা চালায় জঙ্গি গোষ্ঠীগুলি। গত মাসে পাল্টা হামলা চালানোর পরে পেন্টাগনের তরফে জানানো হয়েছিল, ভবিষ্যতে প্রয়োজনে জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে ফের আকাশ পথে হামলা চালাবে আমেরিকার সেনা। তার মধ্যেই ফের আমেরিকার বাহিনীকে নিশানা করা হল।

Advertisement

পশ্চিম ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে আজ পর পর রকেট হামলা হয়। ইরাক-আমেরিকা জোট বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েন মারোট্টো জানিয়েছেন, আহত দুই আমেরিকান সেনার অবস্থা স্থিতিশীল। একই সঙ্গে আজ হামলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদের অতি সুরক্ষিত কূটনৈতিক এলাকা গ্রিন জ়োনেও। আমেরিকা-সহ বেশ কয়েকটি পশ্চিমী দেশের দূতাবাস রয়েছে সেখানে। তার মধ্যে আমেরিকান দূতাবাসকে নিশানা করেই আজ ভোরে দু’টি রকেট আছড়ে পড়ে। এই ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর নেই। দূতাবাসের রকেট-বিধ্বংসী যন্ত্রের মাধ্যমে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন ইরাকি আধিকারিকেরা।

ইরাকের পাশাপাশি সিরিয়াতেও আজ ড্রোনের মাধ্যমে নিশানা করা হয় আমেরিকান বাহিনীকে। পূর্ব সিরিয়ার আল ওমর তৈল ক্ষেত্রে আজ ওই হামলা হয়। ইরাক ও সিরিয়ার নিরাপত্তা আধিকারিকেরা জানিয়েছেন, সাম্প্রতিক কালে এই দুই দেশে আমেরিকান বাহিনীকে নিশানা করে রকেট হামলার ঘটনা নজিরবিহীন ভাবে বেড়েছে। শুধু আজকের হামলাই নয়, গত চার দিনে ইরাকের বিভিন্ন এলাকায় আমেরিকান বাহিনীর উপরে একাধিক হামলা হয়েছে। তবে কোনও ক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটেনি। আজকের হামলার পরে বাইডেন প্রশাসন ফের ইরাক-সিরিয়া সীমান্তে আকাশ পথে হামলা চালায় কি না, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement