প্রতীকী ছবি।
সাময়িক স্বস্তি পেলেন আমেরিকা প্রবাসী ভারতীয়েরা। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এইচ-১বি ভিসার অধিকারীদের স্ত্রীদের আমেরিকায় কাজের সুযোগ করে দিতে নয়া নিয়ম এনেছিলেন। সেই নিয়ম বাতিল করতে উঠেপড়ে লেগেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের সেই উদ্যোগে বাধা দিয়েছে এক মার্কিন আদালত। তারা জানিয়েছে, এখনই ওই নিয়ম বাতিল করা হচ্ছে না। মার্কিন আদালতের এই সিদ্ধান্ত ভরসা জুগিয়েছে প্রবাসী ভারতীয়দের একটা বড় অংশকে।
এইচ-১বি ভিসার সাহায্যে মার্কিন সংস্থাগুলি বিদেশি কর্মীদের নিয়োগ করে। ওই সব কর্মীর তত্ত্বগত এবং প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানো হয়। বহু মার্কিন প্রযুক্তি সংস্থা প্রতি বছর ভারত ও চিনের মতো দেশ থেকে এ ধরনের হাজার হাজার কর্মী নিয়োগ করে থাকে। ২০১৫ সালে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এইচ-১বি-ধারী ব্যক্তিদের (যাঁরা গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় আছেন) স্ত্রী, যাঁদের এইচ৪ ভিসা রয়েছে, তাঁদের আমেরিকায় কাজ করার অনুমতি দিয়েছিলেন। এই সুযোগ পেয়ে যথেষ্ট উপকৃত হয়েছিলেন ভারতীয় মহিলারা। কিন্তু এই নিয়মকে চ্যালেঞ্জ করেছিলেন বহু মার্কিন কর্মী। তাঁদের পাশে দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসনও জানায়, ওই নিয়ম বাতিল করে দেওয়ার জন্য সওয়াল করবে তারা।
তবে কলম্বিয়ার ‘ইউএস কোর্টস অব অ্যাপিলস’-এর তিন বিচারকের বেঞ্চ শুক্রবার ওই মামলাটি নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে বলেছে, ডিস্ট্রিক্ট কোর্ট বিষয়টি সবিস্তার খতিয়ে দেখবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে পর্যন্ত যা নিয়ম চালু রয়েছে, তা-ই চলুক।