UNSC

‘৩৭০ প্রত্যাহার অভ্যন্তরীণ বিষয়’, রাষ্ট্রপুঞ্জে রুদ্ধদ্বার বৈঠকের পরেই তোপ ভারতের

রাষ্ট্রপুঞ্জের তরফে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেওয়া না হলেও, বৈঠকে উপস্থিত স্থায়ী ও অস্থায়ী সদস্যরা উপত্যকার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ২২:৩৮
Share:

সাংবাদিক বৈঠকে সৈয়দ আকবারুদ্দিন একহাত নিলেন পাকিস্তানকে। নিজস্ব চিত্র

১৯৬৫ সালের পরে ২০১৯। ৫৬ বছরের ব্যবধানে অবশেষে জম্মু ও কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক শেষ হল। বৈঠকের পরেই রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি তথা রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন সংবাদমাধ্যমকে বললেন, ‘‘এটি ভারতের অভ্যন্তরীণ পরিবর্তন।’’ তাঁর সাফ যুক্তি, পাকিস্তান বিভ্রান্তি ছড়াচ্ছে, সন্ত্রাসে মদত দিচ্ছে।

Advertisement

রাষ্ট্রপুঞ্জে শুক্রবার আলোচনা শেষ হতেই নিরাপত্তা পরিষদেই সাংবাদিক বৈঠক করে সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘‘আমরা ধাপে ধাপে জম্মু কাশ্মীরের নিরাপত্তার কড়াকড়ি শিথিল করছি। ভারত সরকার জম্মু ও কাশ্মীরে আর্থ-সামাজিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।’’


আরও পড়ুন: কাশ্মীর ইস্যু নিয়ে আজ সন্ধ্যায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক
আরও পড়ুন: এক সপ্তাহে তিন বার সমন ভারতীয় উপরাষ্ট্রদূতকে, সীমান্তে আক্রমণের অভিযোগও অস্বীকার

Advertisement

রাষ্ট্রপুঞ্জের তরফে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেওয়া না হলেও, বৈঠকে উপস্থিত স্থায়ী ও অস্থায়ী সদস্যরা উপত্যকার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। এ দিনের রুদ্ধদ্বার বৈঠকে ভারত এবং পাকিস্তানের প্রতিনিধিরা ছিলেন না।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ এবং তাকে দু’ভাগ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছিল পাকিস্তান। তার ২৪ ঘণ্টার মধ্যে গোপন বৈঠক চেয়ে নিরাপত্তা পরিষদে যায় চিনও। অবশেষে স্থির হয়, শুক্রবার রাষ্ট্রপুঞ্জের কার্যালয়ে স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ ভারতীয় সময়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ওই বৈঠক হবে।

বৈঠকে যোগদান করার আগে রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি পোলানস্কি উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন, ‘‘গোটা বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন, তাই এই বৈঠক। আমরা চাই ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকুক। স্থিতাবস্থা ফিরে আসুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement