Britain

UK: জোরে কথা বলার জন্য চাকরি থেকে বরখাস্ত! ১ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন শিক্ষিকা

অ্যানেট প্লাউট ইউনিভার্সিটি অব এক্সেটার-এর পদার্থবিদ্যা বিভাগে পড়াচ্ছিলেন। তাঁর 'উচ্চগ্রামে'র কণ্ঠস্বরের জন্য তাঁকে হঠাৎই বরখাস্ত করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১২:৫৩
Share:

১ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন অ্যানেট প্লাউট। ফাইল চিত্র ।

আপনার সামনে কেউ খুব জোরে কথা বললে বিরক্ত লাগে নিশ্চয়ই। কিন্তু জোরে কথা বলার জন্য কাউকে ১ কোটি টাকা পেতে দেখেছেন? অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা কিন্তু সত্যিই ঘটেছে।

Advertisement

ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সেটার-এর এক শিক্ষিকাকে ১ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ‘খুব জোরে’ কথা বলার কারণে ওই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই বিষয়ে অভিযোগ করার পর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ক্ষতিপূরণ হিসেবে ১ লক্ষ ইউরো দেওয়া হয়েছে তাঁকে ।

অ্যানেট প্লাউট ২৯ বছরেরও বেশি সময় ধরে ইউনিভার্সিটি অব এক্সেটার-এর পদার্থবিদ্যা বিভাগে পড়াচ্ছিলেন। কিন্তু তাঁর 'উচ্চগ্রামে'র কণ্ঠস্বরের জন্য তাঁকে হঠাৎই বরখাস্ত করা হয়। তবে প্রথমে বিশ্ববিদ্যালয় যুক্তি দিয়েছিল যে, গবেষণা-স্তরের দু’জন ছাত্রের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্যই তাঁকে বরখাস্ত করা হয়। ৫৯ বছর বয়সি অ্যানেট বলেন যে তিনি মধ্য-ইউরোপীয় ইহুদি হওয়ার কারণে স্বাভাবিক ভাবেই তাঁর 'উঁচু' কণ্ঠস্বর। আর এই কারণেই তাঁকে বরখাস্ত করা হয় বলে তিনি দাবি করেন। তবে বিশ্ববিদ্যালয়ের দাবি, তাঁকে বরখাস্ত করার সঙ্গে তাঁর জাতি, যোগ্যতা বা লিঙ্গের কোনও সম্পর্ক ছিল না।

Advertisement

বিতর্কিত এই বরখাস্তের পরে, অ্যানেট বিশ্ববিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক ভাবে অসচেতন এব‌ং পক্ষপাতদুষ্ট বলে বর্ণনা করেন। তিনি জানান যে, তিনি যখন নিউ ইয়র্ক এবং জার্মানিতে থাকতেন এবং কাজ করতেন তখন তাঁর উচ্চগ্রামের স্বরে কারও কোনও সমস্যা ছিল না।

এর পরেই আদালতের দ্বারস্থ হন তিনি। অ্যানেটের পক্ষেই রায় দেন বিচারকরা। পুনর্নিয়োগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় যাতে অ্যানেটকে ১ লক্ষ ইউরো ক্ষতিপূরণ দেয়, তারও নির্দেশ দেয় আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement