সিরিয়া, ইরাক বা পৃথিবীর যেখানেই হোক, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে অভিযানকে যতটা সম্ভব জোরদার করতে বলল রাষ্ট্রপুঞ্জ।
এ ব্যাপারে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিতেই গৃহীত হয়েছে একটি প্রস্তাব। তাতে জানানো হয়েছে, প্যারিস হামলার প্রেক্ষিতে ওই প্রস্তাব গ্রহণ করাটা জরুরি হয়ে পড়েছিল।
সর্বসম্মতিতে গৃহীত রাষ্ট্রপুঞ্জের ২২৪৯ নম্বর প্রস্তাবে তিউনিসিয়া ও তুরস্কে জঙ্গি হানাদারিরও তীব্র নিন্দা করা হয়েছে।
প্রস্তাবটির খসড়া বানিয়েছে ফ্রান্স। ওই খসড়াটি বানিয়ে রাষ্ট্রপুঞ্জের অন্য সদস্য দেশগুলির কাছে আইএস জঙ্গি দমনে ‘যাবতীয় সম্ভাব্য ব্যবস্থা’ নেওয়ার আর্জি জানিয়েছিল ফ্রান্স। তাতেই ‘সিলমোহর’ লাগাল নিরাপত্তা পরিষদ।