UN

UN headquarters: নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে বন্দুকবাজ! এলাকা ঘিরে ফেলে তল্লাশি পুলিশের

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘ওই ব্যক্তি আত্মাহুতির হুমকি দিচ্ছিলেন।’ তাঁকে পুলিশ নিরস্ত করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ২৩:০৪
Share:

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতর। ফাইল ছবি।

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে চিহ্নিত বন্দুকবাজ। যুদ্ধকালীন তৎপরতায় এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সূত্রের খবর, এক বন্দুকবাজ রাষ্ট্রপুঞ্জের সদর কার্যালয়ের চারপাশে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন। তাঁকে চিহ্নিত করা হয়েছে।

সংবাদসংস্থার দাবি, প্রকাশ্যে আসা ছবিতে দেখা যাচ্ছে এক বন্দুকধারীকে ঘিরে দাঁড়িয়ে আছেন পুলিশকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘ওই ব্যক্তি আত্মাহুতির হুমকি দিচ্ছিলেন।’’

পুলিশি কার্যকলাপের জন্য এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বাইরে পুলিশি তৎপরতায় চললেও রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যথারীতি চলছে বৈঠক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement