এ রকম চুল দেখে চোখ ফেরানো দায়। ছবি অ্যালেনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
ডিজনির রূপকথার গল্পে ‘র্যাপানজেল’ পরী চরিত্রটিকে মনে আছে? তাঁর সুন্দর লম্বা চুলের বহরে যুগ যুগ ধরে মেতে রয়েছেনদর্শকরা। ‘র্যাপানজেল’ মনে করত, ‘রাজপুত্ররা লম্বা চুলের সৌন্দর্যে সহজেই আকর্ষিত হয়। র্যাপানজেলকে না দেখলেও, তাঁর মতোই লম্বা চুলের বাহার আপনি দেখতে পাবেন ইউক্রেনের এক মহিলা ব্যবসায়ীর মাথায়। তাঁর ৬ ফুট লম্বা চিকন চুলের বাহারে মজেছে গোটা বিশ্ব।
ইউক্রেনে ওই মহিলা ব্যবসায়ীর নাম অ্যালেনা ক্রাভচেঙ্কো। লম্বা চুলে নিজেকে দেখতে বড্ড ভালবাসেন তিনি। তাই গত ২৮ বছর ধরে কাটেননি চুল। বর্তমানে তাঁর চুলের উচ্চতা ৬ ফুট। তবে চুলের যত্নের ব্যাপারে তিনি সদা সচেতন। তিনি মনে করেন, মহিলাদের স্বাভাবিক চুলের থেকে সুন্দর আর কিছু নেই এই পৃথিবীতে।
লম্বা চুলের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট করেন অ্যালেনা। তাঁর এই লম্বা চুলের ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়।
A post shared by Alena Kravchenko (@alenuwka__) on
A post shared by Alena Kravchenko (@alenuwka__) on
অ্যালেনা ছ’বছরের দু’টি যমজ বাচ্চার মা। তিনি চান তাঁর মেয়েরা চুলের ব্যাপারে তাঁর পদাঙ্ক অনুসরণ করুক। সে জন্য গত ছ’বছর ধরে মেয়ের চুলও কাটেননি তিনি।
আরও পড়ুন: ঘানা থেকে সরানো হল গাঁধীর মূর্তি
A post shared by Alena Kravchenko (@alenuwka__) on
কিন্তু এত লম্বা চুলের যত্ন কী ভাবে করেন তিনি। সে রহস্যের উত্তরও দিয়েছেন অ্যালেন। তিন সপ্তাহ অন্তর তিনি একবার চুল পরিষ্কার করেন। কিন্তু এরকম চিকন চুলের সৌন্দর্য ধরে রাখতে অ্যালেনা কী ব্যবহার করেন তাও তিনি জানিয়েছেন। সে উত্তর কিন্তু মা-কাকিমার পরামর্শ থেকে আলাদা কিছু নয়।এত বছর ধরে কেবলমাত্র প্রকৃতিক তেল ব্যবহার করেই চুলের সৌন্দর্য ধরে রেখেছেন তিনি।
আরও পড়ুন: কী অবস্থা! ক্লাসরুমে শিক্ষককে লাথি মারছে ছাত্রী
(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)