ভলোদিমির জ়েলেনস্কি এবং জেনারেল আলেকজ়ন্ডার সিরস্কি। — ফাইল চিত্র।
আগমী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের মাটিতে রাশিয়ার হামলার দ্বিতীয় বর্ষপূর্তি। তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সরিয়ে দিলেন সে দেশের সেনাপ্রধান ভ্যালেরি জ়ালুঝনিকে। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলে পরিচিত জেনারেল আলেকজ়ন্ডার সিরস্কি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ ফৌজ ইউক্রেনে অভিযান শুরু করা ইস্তক কিভের সামরিক প্রতিরোধে নেতৃত্ব দিয়ে আসছিলেন জ়ালুঝনি। তাঁর এই অবদানের জন্য এক্স হ্যান্ডলে ধন্যবাদ জানিয়েছেন জ়েলেনস্কি। সেই সঙ্গেই জানিয়েছেন ইউক্রেন সেনার পদাতিক বাহিনীর (ইনফ্যান্ট্রি) প্রধান সিরস্কিকে নতুন সেনাপ্রধান পদে নিয়োগের কথা।
সমাজমাধ্যমে পোস্টে জ়েলেনস্কি লিখেছেন, ‘২০২২ সালের কাজ আর ২০২৪ সালের কাজের মধ্যে পার্থক্য রয়েছে। জিততে হলে প্রত্যেককে অবশ্যই বদলাতে হবে এবং নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে হবে।’’ তাৎপর্যপূর্ণ ভাবে বৃহস্পতিবার পুতিন রুশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেন যুদ্ধের ইতি হবে। নির্ণায়ক জয় পাবে রাশিয়া।