War

ইউক্রেনে শুরু পুরোদস্তুর যুদ্ধ

আমেরিকার দাবি, ইউক্রেন সীমান্ত বরাবর প্রায় ২ লক্ষ সৈন্য সমাবেশ করেছে মস্কো। সেই বিপুল সৈন্য এগিয়ে চলেছে ইউক্রেনের দিকে। ক্রিমিয়া দিয়ে তারা দলে দলে ঢুকে পড়ছে ইউক্রেনের মূল ভূখণ্ডে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৬
Share:
Advertisement

ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ রাশিয়ার প্রেসিডেন্টের ঘোষণার পর থেকেই ইউক্রেনে শুরু হয়ে যায় রাশিয়ার সেনা অভিযান।
আমেরিকার দাবি, ইউক্রেন সীমান্ত বরাবর প্রায় ২ লক্ষ সৈন্য সমাবেশ করেছে মস্কো। সেই বিপুল সৈন্য এগিয়ে চলেছে ইউক্রেনের দিকে। ক্রিমিয়া দিয়ে তারা দলে দলে ঢুকে পড়ছে ইউক্রেনের মূল ভূখণ্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এরকম কালো সময় আর দেখেনি ইউরোপ, প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়নের।
ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা জানিয়েছেন, পুতিনের ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তবে প্রতিরোধে তৈরি আমরাও, দাবি প্রেসিডেন্ট জেলেন্‌স্কির।
রাশিয়ার সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক যোগ ছিন্ন করেছে ইউক্রেন। লাতভিয়া ও চেক রিপাবলিক তাদের কিভের দূতাবাস বন্ধ করে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement