Ukraine Russia Conflict

মস্কোর দিকে অন্তত ৩৪টি ড্রোন হামলা ইউক্রেনের, বেশিরভাগই প্রতিহত, তবে সাময়িক বিঘ্নিত উড়ান

রবিবার মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন অন্তত ৩৪টি ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও তার বেশিরভাগই প্রতিহত করেছে রাশিয়া। তবে রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তৈরির পর থেকে মস্কোকে লক্ষ্য করে এমন হামলা আগে হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ২১:৫৫
Share:

রাশিয়া-ইউক্রেন সংঘাতের আবহে সেনা বাহিনীর প্রস্তুতি। —ফাইল চিত্র।

রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে রবিবার অন্তত ৩৪টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে এটিই মস্কোর দিকে সবচেয়ে বড় হামলা। যদিও তার বেশিরভাগই প্রতিহত করেছে রুশ বায়ু সেনা। তবে রবিবারের এই হামলার জেরে মস্কোর তিনটি বিমানবন্দর থেকে একাধিক উড়ানের যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে। ড্রোন হামলায় এখনও পর্যন্ত এক জন জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।

Advertisement

মস্কো ছাড়াও রাশিয়ার অন্য শহরগুলিতেও ড্রোন হামলার ছক ছিল বলে সন্দেহ রাশিয়ার। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পশ্চিম রাশিয়ার রবিবার ৩৬টি ড্রোন ধ্বংস করেছে বায়ু সেনা। ইউক্রেন থেকেই ওই হামলা চালানো হয়েছিল বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রকের। রাশিয়া জানিয়েছে, বিমানের মতো দেখতে ড্রোন ব্যবহার করে কিয়েভ থেকে ‘জঙ্গি হামলা’ চালানোর চেষ্টা হয়েছিল। তবে তা ব্যর্থ হয়েছে বলে দাবি রাশিয়ার।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ড্রোন হামলার কারণে রাশিয়ার তিনটি বিমানবন্দর মিলিয়ে অন্তত ৩৬টি উড়ানের যাত্রাপথ বদল করতে হয়েছে। পরে অবশ্য পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরেছে। উল্লেখ্য, মস্কো ও সংলগ্ন অঞ্চলগুলিতে প্রায় ২ কোটি ১০ লাখ মানুষের বাস। রাশিয়ার অত্যন্ত জনবহুল অঞ্চলগুলির মধ্যে একটি মস্কো।

Advertisement

মস্কোর দিকে ড্রোন হামলার বিষয়ে এখনও পর্যন্ত কিয়েভের থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে ইউক্রেন দাবি করেছে, শনিবার রাত থেকে রাশিয়া তাদের দিকে অন্তত ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে। তার মধ্যে ৬২টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি ইউক্রেনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement