ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি- রয়টার্স
দেশের সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা খেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। পাঁচ সপ্তাহের জন্য পার্লামেন্টের অধিবেশন সাসপেন্ড করার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন জনসন। মঙ্গলবার প্রধানমন্ত্রী জনসনের সেই ঘোষণাকে, ‘অবৈধ’ বলে জানাল ব্রিটেনের সুপ্রিম কোর্ট। বাতিল করে দিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সেই নির্দেশ।
ব্রেক্সিটের চূড়ান্ত সময়সীমার প্রেক্ষিতে পার্লামেন্টের অধিবেশন পাঁচ সপ্তাহের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ দিনের শুনানিতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ব্রেন্ডা হেল বলেন, ‘‘নির্দেশটি (ব্রিটিশ প্রধানমন্ত্রীর) অন্তঃসারশূন্য। তাই সেটি আর কার্যকর হবে না।’’
কেন প্রধানমন্ত্রী জনসনের নির্দেশটিকে বাতিল করা হল, তার কারণও ব্যাখ্যা করেছেন ব্রিটেনের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘ওই ঘোষণাটি আইনবিরুদ্ধ ছিল। তার ফলে কোনও যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই সাংবিধানিক কর্তব্যপালন থেকে পার্লামেন্টকে বাধা দেওয়া হত। তাতে পার্লামেন্টের সদস্যরা হতাশ হয়ে পড়তেন।’’
আরও পড়ুন- ব্রিটিশ পার্লামেন্ট সাসপেন্ড, সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুনানি শুরু সুপ্রিম কোর্টে
আরও পড়ুন- ব্রিটিশ পার্লামেন্ট সাসপেন্ড বেআইনি, বলল স্কটিশ কোর্ট
প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাতিল করার অর্থ যে, নির্ধারিত সূচি মেনেই পালার্মেন্টের অধিবেশন চলবে, সে কথাও তাঁর রায়ে স্পষ্ট করে দেন ব্রিটিশ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট।