US

অতিমারিতে এপ্রিলেই আমেরিকায় কাজ খুইয়েছেন ২ কোটিরও বেশি

সবচেয়ে করুণ অবস্থা হোটেল, রেস্তরাঁর মতো পরিষেবা ক্ষেত্রের। গত মাসে শুধু এই ক্ষেত্রেই চাকরি খুইয়েছেন ৭৭ লক্ষ মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১২ মে ২০২০ ১৫:২৩
Share:

অতিমারির জন্য বেকারত্ব চরমে পৌঁছেছে আমেরিকায়। ছবি- রয়টার্স।

করোনা সংক্রমণ আর তা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি চালু হওয়ার জেরে আমেরিকার অর্থনীতি রীতিমতো সঙ্কটের মুখে। মার্কিন প্রশাসনের তথ্য জানাচ্ছে, অতিমারি সমস্যায় শুধু এপ্রিলেই আমেরিকায় চাকরি খুইয়েছেন ২ কোটি ৫ লক্ষ মানুষ। যা কুখ্যাত মহামন্দার (‘গ্রেট রিসিসন’) সময়ের কাজ খোওয়ানো মানুষের সংখ্যার প্রায় তিন গুণ। মহামন্দায় আমেরিকায় কাজ খুইয়েছিলেন ৭৪ লক্ষ মানুষ। আর এই অতিমারির জেরে বেকারত্বের হার (১৪.৭ শতাংশ) যেখানে পৌঁছেছে, মহামন্দার পর আমেরিকায় এই হার আর কখনও এতটা উচ্চতায় পৌঁছয়নি।

Advertisement

মার্কিন ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স-এর পরিসংখ্যান জানাচ্ছে, সামান্য কম-বেশি থাকলেও আমেরিকায় সব ধরনের কর্মক্ষেত্রেই ভয়াবহ প্রভাব পড়েছে অতিমারির। সবচেয়ে করুণ অবস্থা হোটেল, রেস্তরাঁর মতো পরিষেবা ক্ষেত্রের। গত মাসে শুধু এই ক্ষেত্রেই চাকরি খুইয়েছেন ৭৭ লক্ষ মানুষ। মার্চের নিরিখে এই ক্ষেত্রের মোট কর্মী সংখ্যার ৪৬.৮ শতাংশেরই আজ আর কোনও কাজ নেই।

এর পরেই রয়েছে অন্যান্য ক্ষেত্র। কাজ হারিয়েছেন ১৩ লক্ষ মানুষ। মোট কর্মী সংখ্যার সাড়ে ২১ শতাংশ। নির্মাণ ক্ষেত্রে কাজ খুইয়েছেন ৯ লক্ষ ৭৫ হাজার মানুষ। মোট কর্মী সংখ্যার ১২.৮ শতাংশ। তার পরেই রয়েছে পরিবহণ শিল্প। কাজ খুইয়েছেন ৩১ লক্ষ মানুষ। মোট কর্মী সংখ্যার ১১ শতাংশ। খনিশিল্পে এপ্রিলে কাজ খুইয়েছেন ৪৬ হাজার মানুষ। যা এই ক্ষেত্রের মোট কর্মী সংখ্যার ৭ শতাংশ। তথ্য পরিবেশন ক্ষেত্রে কাজ হারিয়েছেন ২ লক্ষ ৫৪ হাজার। ওই ক্ষেত্রের মোট কর্মীর ৮.৮ শতাংশ। অর্থ ক্ষেত্রে কাজ খুইয়েছেন ২ লক্ষ ৬২ হাজার মানুষ। সরকারি চাকরি খুইয়েছেন ৯ লক্ষ ৮০ হাজার মানুষ। এ ছাড়াও উৎপাদন শিল্প, পেশাগত কাজকর্ম, শিক্ষা ও পরিবহণ ক্ষেত্রে কাজ খুইয়েছেন যথাক্রমে ১৩, ২১ এবং ২৫ লক্ষ মানুষ।

Advertisement

নারী, পুরুষ নির্বিশেষে চাকরি খুইয়েছেন। তবে মহিলারা চাকরি খুইয়েছেন তুলনায় অনেক বেশি। ১ কোটি ১৯ লক্ষ মহিলা অতিমারির জন্য শুধু গত মাসেই কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের আর কোনও রুজি রোজগার নেই। যা আমেরিকার মোট মহিলা কর্মী সংখ্যার ১৬.২ শতাংশ।

সরকারি পরিসংখ্যান এও জানাচ্ছে, হাইস্কুল পর্যন্ত যাঁরা পড়াশোনা করেছেন, তাঁরাই চাকরি খুইয়েছেন সবচেয়ে বেশি। ৬২ লক্ষ। এই পর্যন্ত পড়াশোনা করা মোট মার্কিন কর্মী সংখ্যার সাড়ে ২১ শতাংশ।

আরও পড়ুন: করোনার আতঙ্কের মাঝে ৩৫ বছর বয়সী অর্থমন্ত্রীকে দেখে ভরসা পাচ্ছেন দেশবাসী

আরও পড়ুন: এ বার করোনার টিকা আবিষ্কার? ইতালির বিজ্ঞানীদের দাবি ঘিরে আশার আলো

কাজ খুইয়ে সব আশাই ছেড়ে দিয়েছেন এঁরা। ছবি- রয়টার্স।

১ কোটি ৭০ লক্ষ শ্বেতাঙ্গ চাকরি খুইয়েছেন এপ্রিলে। কৃষ্ণাঙ্গ ৩০ লক্ষ, হিস্পানিক ৫১ লক্ষ। আর ১৫ লক্ষ এশীয় চাকরি খুইয়েছেন এপ্রিলে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement