দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি: এএফপি
একই দিনে জোড়া বিমান দুর্ঘটনা সুইস আল্পসে। একটি ভিন্টেজ যুদ্ধবিমান ভেঙে পড়ে প্রাণ হারালেন ২০ জন। তার কয়েক ঘণ্টা আগেই আল্পসের নিডওয়ালডেন ক্যান্টনের রেং পর্বত পাস অঞ্চলের কাছে জঙ্গলে আর একটি বিমান ভেঙে পড়ার খবর আসে। তাতে মৃত্যু হয়েছে একই পরিবারের চার জনের। মৃতদের মধ্যে দু’জন শিশু।
শনিবার সার্বিয়ার জে ইউ এয়ার বিমান সংস্থার ভিন্টেজ বিমান (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার), ‘জে ইউ ৫২ এইচ বি হট’ ভেঙে পড়ে গ্রাউবুয়েদিন ক্যান্টনের পিজ় সেগনাস পর্বতের পশ্চিম দিকে। দুর্ঘটনার কারণ অবশ্য স্পষ্ট নয়। বিমানটি সোজাসুজি মাটিতে এসে ধাক্কা মারে বলে জানিয়েছেন এক আধিকারিক। পুরনো এই বিমানে ককপিট ভয়েস ও ডেটা রেকর্ডারও ছিল না। কর্তৃপক্ষের মতে, সংস্থার গত ৩৬ বছরের ইতিহাসে সব চেয়ে খারাপ দিন ছিল শনিবার।
জে ইউ এয়ার সংস্থাটির তিনটি জে ইউ-৫২ বিমান রয়েছে। এই বিমানটি ‘আয়রন অ্যানি’ নামেই পরিচিত। ১৯৩৯ সালে জার্মানিতে তৈরি বিমানগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহারও হয়েছিল। এখন মূলত পর্যটনের জন্যই ভাড়া দেওয়া হত। প্রাক্তন সেনাকর্মীরাই বিমানগুলি চালাতেন। শনিবার বিমানটি সুইৎজ়ারল্যান্ডের দক্ষিণ প্রান্তের লোকার্নো থেকে রওনা দিয়েছিল। নামার কথা ছিল ডুবেনডর্ফ মিলিটারি এয়ারফিল্ডে। তবে ছাড়ার ৫০ মিনিটের মধ্যেই তা ভেঙে পড়ে।
আরও পড়ুন: যুদ্ধের হুঙ্কারও থামাতে পারেনি আহমেদের নাচ
মৃতদের মধ্যে এগারো জন পুরুষ এবং ন’জন মহিলা। বয়স ৪২ থেকে ৮৪-এর মধ্যে। ১৭ জন যাত্রী ছাড়া বিমানটিতে দু’জন পাইলট, এক জন বিমানকর্মী ছিলেন। অস্ট্রিয়ার এক পরিবার ছাড়া বাকি সওয়ারিরা সুইৎজ়ারল্যান্ডের। দুর্ঘটনাস্থলের উপরে আপাতত বিমান চলাচল বন্ধ।