পোশাক বদল, ৩১ বছর পরে দুই ঘরে ফিরল বিয়ের স্মৃতি

বিয়ের পোশাক মেয়েদের কাছে সব সময়েই বিশেষ প্রিয়। নিয়মিত পরা না হলেও স্মৃতি হিসেবে তা অনেকেই যত্ন করে তুলে রাখেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৮
Share:

প্রতীকী ছবি।

বিয়ের পোশাক মেয়েদের কাছে সব সময়েই বিশেষ প্রিয়। নিয়মিত পরা না হলেও স্মৃতি হিসেবে তা অনেকেই যত্ন করে তুলে রাখেন। কারণ, কেউই তা নষ্ট হতে বা হারিয়ে যেতে দিতে চান না। কিন্তু কপালে থাকলে বিপদ তো হবেই। কানাডার অন্তারিওর দুই মহিলা নিজেদের বিয়ের পোশাক পরিষ্কার করতে দিয়েছিলেন। এর পরে তা লন্ড্রি থেকেই পাল্টাপাল্টি হয়ে যায় তাঁদের পোশাক। এরটা ওর কাছে আর ওরটা এর কাছে চলে আসে। ৩১ বছর পর সেই পোশাক ফিরে পেলেন দু’জনেই। সৌজন্যে ফেসবুক।

Advertisement

ক্যাফথি প্রায়রের বিয়ে হয় ১৯৮৯ সালে। বিয়ের পর সেই পোশাক পরিষ্কার করতে দিয়েছিলেন। তারপর থেকে বাক্সে ভরেই রাখা ছিল তা। ক্লিনার্স থেকে এনে সে সময় খুলেও দেখেননি তিনি। সম্প্রতি তিনি দেখেন, পোশাকটি তাঁর নয়। এর পরে সেই ঘটনার কথা তিনি লিখেছিলেন নিজের ফেসবুক প্রোফাইলে।

সেই পোস্টটি নজরে আসে কায়লা হটসনের। তিনি জানেট জনসনের মেয়ে। কায়লা মায়ের বিয়ের পোশাক পরবেন বলে ঠিক করে কিছুদিন আগেই জানতে পারেন সেটি বাড়িতে নেই। বাক্স খুলে দেখাতেই এই পোশাক তাঁর নয় বলে জানান জানেট জনসন।

Advertisement

এর পরে কায়লা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেন প্রায়রের সঙ্গে। ছবি চালাচালি করতেই বুঝতে পারেন প্রায়রের পোশাক রয়েছে জানেটের কাছে। প্রায়রের কাছে থাকা পোশাকটি জানেটের। এর পর দেখা করে তাঁরা নিজেদের পোশাক ফিরেও পেয়েছেন। তাও আবার বিয়ের ৩১ বছর পর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement