কাবুলে জোড়া বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।
পার্লামেন্টের কাছে জোড়া বিস্ফোরণে কাবুলে নিহত ২১। গুরুতর জখম অন্তত ৪৫ জন।
সংবাদ সংস্থার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। কিছু ক্ষণ পরেই একটি গাড়িবোমা বিস্ফোরণ হয়। বেশ ব্যস্ত সময়েই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। কাবুলের রাস্তাঘাটে তখন কর্মস্থল থেকে ফিরতি মানুষের ভিড়। ফলে হতাহতের সংখ্যা অনেক।
আফগান তালিবান ইতিমধ্যেই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। তবে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির দাবি, এই হামলায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানের মূল গোয়েন্দা সংস্থা এনডিএস-এর একটি বাসকে নিশানা বানানো হয়েছিল বলে তালিবানের তরফে জানানো হয়েছে। ওই বাসে এনডিএস কর্মীরা ছিলেন এবং গোয়েন্দা সংস্থাটির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে তালিবানের দাবি।