International News

ঢোকার ৩০ দিনের মধ্যে স্বাস্থ্যবিমা না করালে ফিরতে হবে আমেরিকা থেকে, ফরমান ট্রাম্পের

এই মর্মে একটি সরকারি ঘোষণায় শুক্রবার সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওই ঘোষণায় অবশ্য এও জানানো হয়েছে, আমেরিকায় আশ্রয়ের জন্য আবেদনকারী বা শরণার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ১৩:৫৭
Share:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- টুইটারের সৌজন্যে

আমেরিকায় যাওয়ার ৩০ দিনের মধ্যে আমি, আপনি যদি সেখানকার কোনও সংস্থা থেকে স্বাস্থ্য বিমা না করাই বা আমার, আপনার কাছে বিমা করানোর অর্থ না থাকে, তা হলে আমাকে, আপনাকে ফিরে আসতে হবে। বৈধ ভিসা ও পাসপোর্ট থাকা সত্ত্বেও। ভিসার মেয়াদ যা-ই হোক না কেন।

Advertisement

এই মর্মে একটি সরকারি ঘোষণায় শুক্রবার সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওই ঘোষণায় অবশ্য এও জানানো হয়েছে, আমেরিকায় আশ্রয়ের জন্য আবেদনকারী বা শরণার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

হোয়াইট হাউসের ওই ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বর থেকে আমেরিকায় এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।

Advertisement

আরও পড়ুন- ‘অভ্যুত্থানের চেষ্টা’, ইমপিচমেন্ট তদন্ত নিয়ে বিরোধীদের কটাক্ষ করে মন্তব্য ট্রাম্পের​

আরও পড়ুন- এনআরসি নিয়ে আশ্বাস চায় ঢাকা

বৈধ ও অবৈধ অভিবাসনের মধ্যে ভেদাভেদ খুঁজে বের করে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আমেরিকার অভিবাসন সমস্যা মেটানোর চেষ্টা করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, সেই লক্ষ্যেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে ট্রাম্প প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement