Tom Hanks

প্লাজ়মা দিতে চান সুস্থ হ্যাঙ্কস-রিটা

গায়ক এলভিস প্রেসলির জীবনী নিয়ে তৈরি সিনেমার শুটিং করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন টম ও রিটা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০২:০৩
Share:

অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন।

অস্ট্রেলিয়ায় শুটিং করতে গিয়ে গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তাঁর স্ত্রী রিটা উইলসন। আপাতত সুস্থ এই তারকা দম্পতি। সেরে ওঠার পরেই করোনার প্রতিষেধক তৈরির গবেষণায় নিজেদের প্লাজ়মা দিতে চেয়েছেন তাঁরা। গত সপ্তাহেই এ কথা জানিয়েছেন ওই দম্পতি।

Advertisement

গায়ক এলভিস প্রেসলির জীবনী নিয়ে তৈরি সিনেমার শুটিং করতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন টম ও রিটা। সেখানেই করোনা-আক্রান্ত হন তাঁরা। মার্চের গোড়ায় লস অ্যাঞ্জেলেসে ফিরেও আসেন। তার পরে প্রায় দু’সপ্তাহ কোয়রান্টিনে ছিলেন। টমের কথায়, “অনেকেরই প্রশ্ন, আমরা এখন কী করছি! সম্প্রতি আমরা জানতে পেরেছি, এই কোভিড-১৯-এর অ্যান্টিবডি নাকি আমরা শরীরে নিয়েই ঘুরছি। তার পরেই মনে হয়েছে, আমরা তো রক্ত দিতে পারি। প্লাজ়মা দিতে পারি।” মজা করে অভিনেতার মন্তব্য, যদি তাঁদের রক্ত দিয়ে করোনা প্রতিষেধক তৈরি হয়, তবে তার নাম রাখা হোক ‘হ্যাঙ্ক-সিন’।

আক্রান্ত হওয়ার পরেই টম-রিটা জানান, কী ভাবে তাঁরা সংক্রমিত হলেন, তা এখনও জানেন না। এখন অবশ্য দু’জনেই সম্পূর্ণ সুস্থ।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement