News Of The Day

বাংলাদেশে রাজনৈতিক চাপানউতরের মাঝে চিনে ইউনূস। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর। আইপিএলে কলকাতা। আর কী

চার দিনের সফরে বুধবার চিনে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার প্রায় আট মাসের মাথায় এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ০৭:৫৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশে রাজনৈতিক চাপানউতরের মাঝে চিন সফর মুহাম্মদ ইউনূসের

Advertisement

বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তরুণদের নতুন দলের নেতাদের সমাজমাধ্যমে কিছু বিবৃতিতে বিতর্ক আরও বৃদ্ধি পেয়েছে। এই আবহে চার দিনের সফরে বুধবার চিনে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ঘটনাচক্রে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় আট মাসের মাথায় এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর। ফলে এই সফরের মাধ্যমে বেজিংয়ের সঙ্গে সম্পর্কের গুরুত্ব বোঝাতে চাইছে ঢাকা। বর্তমানে দিল্লির সঙ্গে কূটনীতিক টানাপড়েনের মাঝে বেজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার চেষ্টা শুরু করেছে ইউনূস প্রশাসন। এই অবস্থায় ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর হিসাবে চিনকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর লন্ডন সফর ও সরকারি স্তরে বাণিজ্য বৈঠক

Advertisement

মঙ্গলবার লন্ডনে বাণিজ্য-বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধে শিল্প সংক্রান্ত বৈঠক হবে সরকারি স্তরে। সেই বৈঠকের খবরে নজর থাকবে আজ।

আইপিএলে আবার নামছে কলকাতা, বিপক্ষে রাজস্থান

আইপিএলে আজ আবার নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের সামনে এ বার রাজস্থান। গুয়াহাটিতে এই ম্যাচে নাইটদের ঘুরে দাঁড়ানোর পালা। ইডেনে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৭ উইকেটে হারতে হয়েছে কলকাতাকে। রাজস্থানও প্রথম ম্যাচে হায়দরাবাদের কাছে ৪৪ রানের বড় ব্যবধানে হেরেছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতে আমেরিকার প্রতিনিধিদল, নজর বাণিজ্য আলোচনায়

বিভিন্ন দেশের পণ্যের উপর ২ এপ্রিল থেকে নয়া শুল্কনীতি কার্যকর করতে পারে আমেরিকা। তেমনটাই আভাস দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে মঙ্গলবারই ভারতে এসেছেন আমেরিকার প্রতিনিধিদল। সফরের মূল উদ্দেশ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করা। ঘটনাচক্রে মঙ্গলবারই সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, অর্ধেকের বেশি মার্কিন পণ্য আমদানির উপর শুল্ক কমানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে নয়াদিল্লি। যদিও সরকারি ভাবে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। আবার ভেনেজুয়েলা থেকে কোনও দেশ তেল কিনলে, আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে গেলে ওই দেশকে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ভেনেজ়ুয়েলা থেকে যে দেশগুলি তেল কেনে, তার মধ্যে অন্যতম ভারত। এই বিষয়গুলি নিয়ে নতুন করে কোনও তথ্য উঠে আসে কি না, সে দিকে নজর থাকবে আজ।

উধাও হবে মনোরম হাওয়া, কতটা বৃদ্ধি পাবে তাপমাত্রা

গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। তার পরে উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই ভোরবেলা এবং সন্ধ্যার পরে আবহাওয়া মনোরম। হাওয়া অফিস বলছে, এই আবহাওয়া এ বার বদলাতে চলেছে। আগামী চার দিন দক্ষিণে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আজই বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা? মুখোমুখি ব্রাজ়িলের

আজ ফুটবলে ধুন্ধুমার লড়াই। মুখোমুখি ব্রাজ়িল ও আর্জেন্টিনা। আগামী বছর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচ আর্জেন্টিনার মাটিতে। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তাদের ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট। এক পয়েন্ট পেলে আজই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলবে গত বারের চ্যাম্পিয়নেরা। ব্রাজ়িলের ১৩ ম্যাচে ২১ পয়েন্ট। তারা তৃতীয় স্থানে। আজ খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

নিউ জ়িল্যান্ড বনাম পাকিস্তান নিয়মরক্ষার শেষ টি২০ ম্যাচ

নিউ জ়িল্যান্ড ও পাকিস্তানের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে আজ শেষ ম্যাচ। সিরিজ় ইতিমধ্যেই জিতে নিয়েছে নিউ জ়িল্যান্ড। তারা ৩-১ ফলে এগিয়ে। নিয়মরক্ষার শেষ ম্যাচ সকাল ১১:৪৫ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement