ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। -ফাইল ছবি।
ভারত আর চিনের পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিদের জন্য ব্রাজিলে ঢোকার দরজাটা এ বার হাট করে খুলে দেওয়া হচ্ছে। ব্রাজিলে যাওয়ার জন্য ভারতীয় ও চিনা নাগরিকদের আর ভিসা করানোর ঝুটঝামেলা পোহাতে হবে না। বৃহস্পতিবার এই সুখবর দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
এ বছরের গোড়ায় ক্ষমতায় আসার পরেই প্রেসিডেন্ট বোলসোনারো ঘোষণা করেছিলেন, ব্রাজিলে ঢোকার জন্য বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিদের এখন যে ভিসা করানোর হ্যাপা পোহাতে হয়, তার আর দরকার হবে না।
তার পর বছরের শুরু থেকেই উন্নত দেশগুলির নাগরিকদের জন্য ব্রাজিলে ঢোকার ভিসা প্রথা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। প্রথমে সেই সুবিধা পেয়েছিলেন আমেরিকা, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়ার পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিরা।
আরও পড়ুন- ফেসবুক কর্তাকে তথ্য যাচাই নিয়ে প্রশ্ন আলেকজ়ান্দ্রিয়ার
আরও দেখুন- ৩৮৮ কোটি ডলার উপহার! রাতারাতি কোটিপতি ২৪ বছরের এরিক
ভারত ও চিনের নাগরিকদের জন্য এ বার সেই সুবিধা চালু করার ঘোষণা করে ব্রাজিলের প্রেসিডেন্ট বুঝিয়ে দিলেন, ওই সুবিধা পাবে উন্নয়নশীল দেশগুলিও।