Stress

মানসিক চাপ কমাতে ছাত্রছাত্রীদের ‘কবর’-এ শুয়ে থাকার পরামর্শ দিল বিশ্ববিদ্যালয়!

ওয়েবসাইটে লেখা হয়েছে, পড়ুয়ারা এই কবরে শুয়ে থাকতে পারেন। এবং শুয়ে শুয়ে চিন্তা করতে পারেন তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে।তবে শর্তও রয়েছে। পড়ুয়ারা কেবল একটি মাদুর আর একটি বালিশ নিয়ে যেতে পারেন সেখানে। তাঁরা মোবাইল ফোন বা অন্য কোনও ব্যক্তিগত জিনিসনিয়ে যেতে পারবেন না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৭:৩৫
Share:

ইউটিউব থেকে নেওয়া ছবি।

মানসিক চাপ কমাতে প্রত্যেকে নিজের নিজের মতো পন্থা নেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের যে পথ বাতলেছে তা সত্যিই অভিনব। নেদারল্যান্ডসের নিজমেগেন শহরে র‍্যাডবউড বিশ্ববিদ্যালয়ের স্ট্রেস ম্যানেজমেন্ট পদ্ধতি এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়।

Advertisement

র‍্যাডবউড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের চাপ কমাতে গ্রেভ থেরাপি বা কবরে শুয়ে থাকারপরামর্শ দিয়েছে তারা। এই পদ্ধতিতে একটি কবরের মতো বড় গর্ত থাকে। তাতে শুয়ে থাকতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাননি। তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি পেজ রয়েছে। সেখানে সবিস্তার লেখা হয়েছে এই পদ্ধতির কথা। সেখানে ওই জায়গায়টিকে পিউরিফিকেশন গ্রেভ বা শুদ্ধিকরণ কবর নামে উল্লেখ করা হয়েছে।

ওয়েবসাইটে লেখা হয়েছে, পড়ুয়ারা এই কবরে শুয়ে থাকতে পারেন। এবং শুয়ে শুয়ে চিন্তা করতে পারেন তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে।তবে শর্তও রয়েছে। পড়ুয়ারা কেবল একটি মাদুর আর একটি বালিশ নিয়ে যেতে পারেন সেখানে। তাঁরা মোবাইল ফোন বা অন্য কোনও ব্যক্তিগত জিনিসনিয়ে যেতে পারবেন না।

Advertisement

আরও পড়ুন: দূষণের মাঝে দিল্লিতে বিক্রি হচ্ছে ‘বিশুদ্ধ’ অক্সিজেন

পিউরিফিকেশন গ্রেভের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। কিছু স্থির চিত্র দিয়ে এই ভিডিয়োটি বানানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে গর্ত খুঁড়ে কবরটি তৈরি করা হচ্ছে। তৈরির পর একজন তার ভিতর শুয়ে রয়েছেন। তাঁর চোখ দিয়ে দেখানো হয়েছে, সেখানে শুয়ে থাকলে কেমন দেখাবে চারদিকটা।

আরও পড়ুন: বিএমডাব্লিউ-র দামে বিক্রি হল একটি মাত্র কাঁকড়া!

এই কবরের ছবি সামনে আসার পর অনেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, তাঁরাও সেখানে শুতে চান। একজন লিখেছেন, তিনি অন্তত ৩০ মিনিট এখানে কাটাতে চান। তবে অনেকেই আবার বিষয়টি বেশ ভয়ের বলে মত প্রকাশ করেছেন।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement