US

US Police: আমেরিকায় আবার ফুটপাথে ফেলে ধৃতকে লাথি, ঘুসি পুলিশের! ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সাসপেন্ড

এক প্রত্যক্ষদর্শীর বয়ানে জানিয়েছেন, ঘটনাটি রবিবারের। গ্রেফতারের সময় তিন পুলিশকর্মী নৃশং‌স ভাবে মারধর করেন এক ব্যক্তিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ২২:৪৯
Share:

এ ভাবেই মারা হয় এক ব্যক্তিকে। ছবি: টুইটার থেকে নেওয়া।

ফুটপাথের উপর ফেলে এক ব্যক্তিকে ঠেসে ধরেছেন তিন পুলিশকর্মী। মুখে ঘুসি মারছেন! পেটে দমাদ্দম লাথি! আমেরিকার আরাকানসাস প্রদেশের মার্লবেরি শহরের সেই ভিডিয়ো এখন ভাইরাল। আর তারই জেরে ওই পুলিশ কর্মীকে সোমবার সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী তাঁর বয়ানে জানিয়েছেন, ঘটনাটি রবিবারের। গ্রেফতারের সময় তিন পুলিশকর্মী নৃশং‌স ভাবে মারধর করেন অভিযুক্ত ওই ব্যক্তিকে। অভিযুক্ত তিন জনের মধ্যে দু’জন জন ক্রফোর্ড কাউন্টি শেরিফের বাহিনীর এবং অন্য জন মার্লবেরি শহর পুলিশ বিভাগের কর্মী।

ক্রফোর্ড কাউন্টি শেরিফের দফতরের তরফে সোমবার জানানো হয়েছে, আরাকানসাস প্রাদেশিক পুলিশ বাহিনীর সঙ্গে যৌথ ভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরকানসাসের গভর্নর অ্যাসা হাচিনসন এবং মার্লবেরির মেয়র গ্যারি ব্যাক্সটর সোমবার জানিয়েছেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে, দোষীরা রেহাই পাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement