Eucalyptus

Bizarre: গ্রীষ্মের সময় রামধনু রং নেয় এই গাছ!

২৫০ ফুট উচ্চতা হয় এক একটি গাছের। মূলত হাওয়াই, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনিতে এই গাছ দেখতে পাওয়া যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১২:৩০
Share:

রামধনু রঙা গাছ।

রামধনু তো দেখেছেন। কিন্তু কখনও রামধনু রঙা গাছ দেখেছেন? না, কৃত্রিম উপায়ে গাছে রামধনু রং করা নয়। প্রাকৃতিক ভাবেই গাছের রং এ রকমের হয়ে থাকে।

আমাদের চারপাশে লাখো প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে একটি হল রামধনু রঙা ইউক্যালিপটাস। এ বার প্রশ্ন জাগতেই পারে, ইউক্যালিপটাস গাছ তো আমাদের দেশে দেখা যায়, কিন্তু কোনওটির রং তো রামধনু রঙা নয়! তা হলে?

Advertisement

আসলে রামধনু রঙা এই ইউক্যালিপটাস দেখা যায় উত্তর গোলার্ধে। রামধনু রঙের হওয়ার নেপথ্যে রয়েছে এই গাছের ছালই। বছরভর এই গাছের ছাল উঠতে থাকে। আর ছালের নীচের সবুজরঙা ছাল যত পরিপক্ক হয়, ততই রঙ বদলাতে থাকে। নীল, লাল, কমলা, বেগুনি— নানা রঙে পরিণত হয়। গ্রীষ্মকালে গাছের এই রং দেখা যায়। ২৫০ ফুট উচ্চতা হয় এক একটি গাছের। মূলত হাওয়াই, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনিতেও এই গাছ দেখতে পাওয়া যায়।

গাছের ছবিটি শেয়ার করেছেন বনাধিকারিক সুশান্ত নন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement