ATM

মাটি কাটার যন্ত্র দিয়ে দেওয়াল ভেঙে এটিএম নিয়েই পালাল চোরের দল

দেওয়াল ভেঙে পড়লে দু’টি এটিএম যন্ত্র তুলে নিয়ে যাচ্ছে চোরের দল। জানা গিয়েছে, ওই দু’টি যন্ত্র তুলে নিয়ে গিয়ে প্রায় দু’লক্ষ পাউন্ড হাতিয়েছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

কেন্ট শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২১:৫৩
Share:

মাটি কাটার যন্ত্র দিয়ে কেন্টের একটি সুপার মার্কেটের দেওয়াল ভাঙা হচ্ছে। ফাইল চিত্র।

চুরির জন্য চোরেদের নয়া সব কায়দা-কৌশলের উদ্ভাবনার কথা মাঝে মাঝেই শোনা যায়। তবে ব্রিটেনের কেন্টের একদল চোর যা করল, তা এর আগে কোনও চোর ভেবেছে বা করেছে কি না সন্দেহ। এটিএম চুরি করতে এসেছিল তারা। মাটি কাটার যন্ত্র দিয়ে কিয়স্কের দেওয়াল ভেঙে আস্ত এটিএমই তুলে নিয়ে গেলেন। তা-ও আবার একটা নয়, দু’-দু’টো। সেই ভিডিয়ো এখন ভাইরাল।

Advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গেল, মাটি কাটার যন্ত্র দিয়ে কেন্টের একটি সুপার মার্কেটের দেওয়াল ভাঙা হচ্ছে। দেওয়াল ভেঙে পড়লে দু’টি এটিএম যন্ত্র তুলে নিয়ে যাচ্ছে চোরের দল। জানা গিয়েছে, ওই দু’টি যন্ত্র তুলে নিয়ে গিয়ে প্রায় দু’লক্ষ পাউন্ড হাতিয়েছে তারা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা।

চুরি করার সময় মাটি কাটার ওই যন্ত্র দিয়ে দু’টি পুলিশের গাড়িও ভেঙেছে চোরের দল। এটিএমের টাকা চুরির যাওয়ার পাশাপাশি দেওয়াল ভেঙে ক্ষয়ক্ষতিও হয়ে বিস্তর। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রথম নয়, কেন্টে এর আগেও এ ভাবেই মাটি কাটার যন্ত্র দিয়ে দেওয়াল ভেঙে এটিএম নিয়ে চম্পটি দিয়েছে ওই চোরের দল। দলের দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বাকিদের খোঁজ চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement