Viral

Bizarre: ‘ভাল’ চোর! চুরি করার আগে কমিয়ে দিয়ে গেলেন গেরস্তের কাজ

আমেরিকার টেক্সাসের ঘটনা। তবে সেটি প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজের দৌলতে। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১৮:৪৪
Share:

প্রতীকী ছবি।

চুরি করার পর গেরস্তের জন্য মায়া হল চোরের। চুরির জিনিসটি না পেলে তাঁরা অসুবিধা পরবেন ভেবে তাঁদের কয়েকদিনের কাজ করে দিয়ে গেলেন তিনি।

আমেরিকার টেক্সাসের ঘটনা। চুরি করতে এসে বাড়ির বাইরে রাখা ঘাস কাটার যন্ত্রটিকেই পছন্দ হয়েছিল চোরের। তবে সেটি সঙ্গে নেওয়ার আগে তিনি বাড়ির বাগানের ঘাস ছেঁটে দিয়ে যান। পরে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে সিসিটিভি-র দৌলতে।

Advertisement

পুলিশকে বাড়ির মালিক জানিয়েছেন, তাঁর বাড়ির সামনের এবং পিছনের বাগানে বড় ঘাস হয়েছিল। সেগুলি কাটবেন বলেই ঘাস কাটার যন্ত্রটি বের করেছিলেন তিনি। চোর তাঁর বাড়ির দু’টি বাগানের ঘাসই সমান করে ছেঁটে দিয়ে গিয়েছেন।

ঘটনাটি নেটমাধ্যমে প্রকাশ হতেই ভাইরাল হয়েছে। তবে চোরের কাণ্ড দেখে অনেকে তাঁর প্রশংসা করলেও ঘাস কাটার যন্ত্রের মালিক তাঁর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement