ছবি: সংগৃহীত।
রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে ভারতকে আবার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখল আমেরিকা। সম্প্রতি রুশ প্রশাসনের কাছ থেকে এস-৪০০ নামে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যাতে প্রথম থেকেই আপত্তি রয়েছে আমেরিকার। বাইডেন প্রশাসনের আপত্তি থাকলেও নয়াদিল্লি বিষয়টি নিয়ে পিছু হটতে চায়নি।
গত কাল হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে আমেরিকান বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইসকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যার প্রতিক্রিয়ায় প্রাইস বলেছেন, ‘‘রাশিয়া আসলে এ ভাবে গোটা এলাকার স্থিতিশীলতা নষ্ট করছে।’’ এর পরেই প্রাইস যোগ করেন, তাঁরা আপাতত ভারতের উপরে ‘কাটসা’ (কাউন্টারিং আমেরিকাজ় অ্যাডভারসারিজ় থ্রু স্যাংশনস অ্যাক্ট) নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছেন না। তবে প্রয়োজনে ভারতের উপরে এই নিষেধাজ্ঞা চাপানো হলেও হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রাইস। বলেছেন, ‘‘শুধু ভারতই নয়, আমরা বিশ্বের প্রতিটি দেশকেই বলছি, রাশিয়ার থেকে সমরাস্ত্র কেনা থেকে বিরত থাকুন। যাতে বড় নিষেধাজ্ঞা এড়ানো যায়।’’