International News

রহস্যজনকভাবে স্পেনের এই নদীর জলের রং এখন সবুজ

নদীর আশপাশে কোনও বৃহৎ গাছ থাকলে তার ছায়া নদীতে এসে পড়লে অনেক সময় জলের রং সবুজ দেখায়। স্পেনের পাইরেনিজ পাহাড়ের পার্শ্ববর্তী দ্য গ্রান ভালিরা নদীর জলে কোনও গাছের ছায়া এখানে পড়েনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ১১:১৫
Share:

নদীর আশপাশে কোনও বৃহৎ গাছ থাকলে তার ছায়া নদীতে এসে পড়লে অনেক সময় জলের রং সবুজ দেখায়। স্পেনের পাইরেনিজ পাহাড়ের পার্শ্ববর্তী দ্য গ্রান ভালিরা নদীর জলে কোনও গাছের ছায়া এখানে পড়েনি। জলের রংই এক্কেবারে সবুজ হয়ে গিয়েছে। কোন বিষক্রিয়ার জন্য জলের এই সবুজাভ বর্ণ তা ভেবে এই এলাকার মানুষজন এখন সন্ত্রস্ত।

Advertisement

গত বছর ক্যাটালনিয়ার ওয়াটার প্ল্যান্টের জল পান করে কিছু বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। পানীয় জলের বোতল থেকে জল খেয়ে আরিনসাল গ্রামের প্রায় ৩,১৬৬ জন মানুষের পাকস্থলীতে গ্যাসট্রোএনটেরিটিস ভাইরাসের সংক্রমন হয়।

তবে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই স্থানীয় কর্মকর্তারা সাফ জানিয়ে দেন, এই জল থেকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কোনও রকমের বিষক্রিয়া দ্য গ্রান ভালিরা নদীতে হচ্ছে না। শহরের মেয়র অ্যালবার্ট বাটাল্লা বিবৃতি দেন, এই রং থেকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কোনও বিষক্রিয়া হচ্ছে না এই নদীর জল থেকে। সম্পূর্ণ জীবাণুমুক্ত এই নদীর জল। দ্য গ্রান ভালিরার সবুজ জলকে এই মুহূর্তে পার্শ্ববর্তী এক ওয়াটার প্ল্যান্টে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: মৃত্যু নিশ্চিত, তবু কেন ভেসে আসে তিমিরা

অ্যানডোরার কাছাকাছি এক জায়গায় দ্য গ্রান ভালিরা নদীর উৎপত্তিস্থল। নদীর স্রোত ক্যাটালনিয়ার কাছে নিম্নমুখী হতেই বর্ণ বদলে সবুজ হয়ে গিয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, জলের দূষণস্তর যাচাই করার জন্যই এই সবুজাভ রং ব্যবহার করা হয়েছে। কোনও ভাবেই এই জল মানুষের ক্ষতি করবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement