ব্যাঙ্কক বিস্ফোরণে তুরস্কের হাত থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তাই পুলিশের। ব্রহ্মা মন্দিরের সামনে ওই বিস্ফোরণে মৃত্যু হয় ২০ জন পর্যটকের। পুলিশ সূত্রে খবর, ৩টি গোষ্ঠীকে চিহ্নিত করা হয়েছে। তবে তুরস্কের একটি সংগঠনকে সম্প্রতি তাই সরকার বিতাড়িত করে চিনে পাঠিয়ে দেয়। তার প্রতিশোধ নিতেও এই হামলা হতে পারে।’’
ঘটনার আগেই তুরস্ক থেকে ব্যাঙ্কক আসা পর্যটকদের নামের তালিকা বানানো হচ্ছে। অন্যদিকে, ওই ঘটনায় আহত বছর নয়েকের খুদে কিশোরী জ্যাসমিন চু-কে নিয়ে আজ সকালেই হংকঙে নিজের বাড়ি ফিরেছে তার পরিবার।
চু-এর বাবা বলেন, ‘‘ফিরতে পেরে শান্তি পেলাম।’’