2 Drown in River

রাসযাত্রায় মায়াপুরে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না, গঙ্গাস্নানে নেমে তলিয়ে মৃত্যু দুই ভাইয়ের

শুক্রবার পরিবারের সঙ্গে মায়াপুরে ঘুরতে গিয়েছিল দুই কিশোর। গঙ্গায় স্নান করার সময় অসাবধানতায় নদীতে তলিয়ে যায় দু’জনেই। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৪:০৭
Share:

মায়াপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু। — প্রতীকী চিত্র।

রাসযাত্রা উপলক্ষে পরিবারের সঙ্গে নদিয়ার মায়াপুরে ঘুরতে গিয়েছিল দুই কিশোর। আর বাড়ি ফেরা হল না তাদের। গঙ্গায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। মৃতদের নাম তরুণ সাউ (১৪) এবং আশিসকুমার সাউ (১৯)। দু’জনে সম্পর্কে মাসতুতো ভাই। শুক্রবার দুপুরে মায়াপুরের গোস্বামী ঘাটে নদীতে স্নান করতে নেমেছিল দু’জনে। স্নান করার সময়ে অসাবধানতায় তলিয়ে যায় দু’জনেই। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পরে তাদের দেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক উভয়কেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

তরুণের বাড়ি পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরাপুরে। আশিসের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলায়। রাসযাত্রা উপলক্ষে শুক্রবারই দুই পরিবার ঘুরতে এসেছিল মায়াপুরে। সকলে মিলেই স্নান করতে নেমেছিলেন মহারাজ ঘাটে। পরিবারের বড়রাও ছিলেন সঙ্গে। স্থানীয় সূত্রে খবর, তরুণ ও আশিস দু’জনে একসঙ্গেই স্নান করছিল। হাত ধরাধরি করে স্নান করার সময় আচমকাই দু’জনে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল পুলিশের কুইক রেসপন্স টিমকে। নদীতে ডুবুরি নামিয়ে দুই কিশোরের খোঁজ শুরু করা হয়। ডুবুরি নামিয়ে ঘণ্টা চারেক খোঁজাখুঁজির পর নদী থেকে দু’জনকে উদ্ধার করে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। তত ক্ষণে মৃত্যু হয়েছিল উভয়েরই। পুলিশ দুই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

দুই কিশোরের মৃত্যুতে ভেঙে পরেছেন পরিবারের সদস্যেরা। আশিস সাউয়ের কাকা সন্তোষ সাউ বলেন, “পরিবারের সঙ্গেই স্নান করতে নেমেছিল দু’জনে। কিছু ক্ষণ বাদে নিখোঁজ হয়ে যায়। পরে পুলিশের তল্লাশিতে তাদের দেহ উদ্ধার হয়। এক সঙ্গে দু’জনের মৃত্যুতে পরিবারের সকলেই দিশেহারা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement