shinzo abe

Shinzo Abe: লক্ষ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন না! জেরায় চাঞ্চল্যকর দাবি শিনজো খুনে ধৃত আততায়ীর

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন ধৃত আততায়ী তেৎসুয়া ইয়ামাগামি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১৩:০৯
Share:

ধৃত আততায়ী চাঞ্চল্যকর দাবি

প্রাথমিক ভাবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে খুন করতে চাননি তিনি। একটি ধর্মীয় সংগঠনের নেতা ছিলেন তাঁর আসল লক্ষ্য। পুলিশি জেরায় এমনটাই দাবি করেছেন লিবারাল ডেমোক্র্যাট পার্টির নেতা শিনজো খুনে ধৃত আততায়ী তেৎসুয়া ইয়ামাগামি। জাপানি সংবাদমাধ্যম ‘কিয়োডো নিউজ’-কে এ কথা জানিয়েছেন এক পুলিশ সূত্র।

Advertisement

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দু’বার গুলি করার পরেও ঘটনাস্থল থেকে পালানোর কোনও রকম চেষ্টা করেননি তেৎসুয়া। ওখানেই দাঁড়িয়েছিলেন তিনি। যার ফলে তাঁকে গ্রেফতার করতে বিশেষ বেগ পেতে হয়নি পুলিশকে। তেৎসুয়া পুলিশকে জানিয়েছেন, তিনি আসলে এক ধর্মীয় সংগঠনের নেতাকে খুন করতে চেয়েছিলেন। তাঁর দাবি, ওই নেতা তাঁর মায়ের সঙ্গে প্রতারণা করেছেন।

‘কিয়োডো নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশি জেরায় তেৎসুয়ার দাবি, শিনজোই ওই ধর্মীয় সংগঠনকে প্রচারের আলোয় নিয়ে এসেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, জাপানের স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরে এক কর্মসূচিতে বক্তৃতা করছিলেন শিনজো। সে সময়ই গুলি চালান ওই আততায়ী। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সব চেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement