Terrorist Attack in Pakistan

আবার জঙ্গিহানা পাকিস্তানে! যাত্রিবাহী গাড়ি লক্ষ্য করে গুলি, হত ৩২, আহত শিশু এবং মহিলা-সহ অনেকে

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, হামলা ঘটনাটি হয়েছে ওচুট কালিতে। ভ্যানটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। সেই সময় হামলা চালায় জঙ্গিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৮:২৭
Share:

এই গাড়িতেই হামলা চালিয়েছে জঙ্গিরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: রয়টার্স।

আবারও পাকিস্তানে বড়সড় জঙ্গি হামলা। বৃহস্পতিবার সে দেশে খাইবার পাখতুনখোয়ায় একটি যাত্রিবাহী গাড়ি লক্ষ্য এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন, হামলার ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। শিশু এবং মহিলা-সহ আহতের সংখ্যাও অনেক। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়িতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, হামলা ঘটনাটি হয়েছে ওচুট কালিতে। গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। ওচুত কালিতে রাস্তার এক জায়গায় মোড় ঘুরতেই ভ্যানের উপর হামলা চালায় জঙ্গিরা। এই হামলার ঘটনার নিন্দা করেছেন সে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই হামলার ঘটনার এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। গত মঙ্গলবারই খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ১২ পাক সেনার। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আবারও সেই খাইবার পাখতুনখোয়ায় হামলা চালাল জঙ্গিরা।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যগুলির প্রতিবেদন অুনযায়ী, মঙ্গলবার রাতে খাইবার-পাখতুনখোয়ায় একটি সেনাছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে সেনাছাউনির দেওয়ালে। তাতে সেনাছাউনি এবং আশপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয়েছেন অন্তত ১২ জন পাক সেনা।

মঙ্গলবার রাতে ওই হামলার পরে পাল্টা জবাব দেয় পাক সেনাও। দু’পক্ষের সংঘর্ষে ছ’জন জঙ্গির মৃত্যু হয়। তবে এই হামলার নেপথ্যে কারা জড়িত ছিল, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি পাকিস্তান সেনা। যদিও ‘গুল বাহাদুর গ্রুপ’ নামে এক জঙ্গিগোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবারের হামলার ঘটনায় ওই একই জঙ্গিগোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement