শুক্রবার সরকার গঠন করতে পারে তালিবান। ফাইল চিত্র
শুক্রবারের প্রার্থনার পর নয়া সরকার ঘোষণা করতে পারে তালিবান। ১৫ অগস্ট কাবুলের পতনের পর কেটে গিয়েছে দু’সপ্তাহ। কিন্তু এতদিন নতুন সরকার নিয়ে তেমন কিছুই জানাননি তালিবান নেতৃত্ব। দোহায় তালিবান মুখপাত্রদের মুখেও নির্দিষ্ট করে দিন তারিখ জানা যায়নি।
বৃহস্পতিবার খবর পাওয়া গেল, শুক্রবারের নামাজের পর কাবুল থেকে নতুন সরকার গঠনের বিষয়ে ঘোষণা হতে পারে। তখনই জানা যাবে তালিবান সরকারের মাথায় কে থাকবেন।
সময়সীমা মেনে ৩১ অগস্ট কাবুল ছেড়ে পাকাপাকি ভাবে চলে গিয়েছে আমেরিকা। তার পরই বিমানবন্দরে আতশবাজি ফাটিয়ে উচ্ছ্বাস দেখিয়েছে তালিবান। তার দু’দিনের মধ্যেই খবর পাওয়া গেল, সরকার গঠনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে তালিবান। শুক্রবার প্রার্থনা শেষে তারই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।