Afghanistan

Taliban: ইসলাম অবমাননার অভিযোগ, আফগান মডেল ও সঙ্গীদের আটক করল তালিবান

তালিবান গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ‘হাস্যকর ভাবে’ পবিত্র কোরান পাঠ করার অভিযোগ ওঠায় মঙ্গলবার তাঁদের আটক করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ১৮:৫৯
Share:

ধৃত আজমল ও তাঁর সঙ্গী। ছবি: সংগৃহীত।

ধর্ম অবমাননার অভিযোগে জনপ্রিয় আফগান মডেল আজমল হাকিকিকে আটক করল তালিবান। আটক করা হয়েছে আর এক মডেল গোলাম সাখি-সহ আজমলের তিন সঙ্গীকেও।

Advertisement

তালিবান সরকারের গোয়েন্দা বিভাগ ‘জেনারেল ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স’-এর তরফে বুধবার এ কথা জানিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধৃতদের বিরুদ্ধে পবিত্র কোরান অবমাননার অভিযোগ ওঠায় মঙ্গলবার তাঁদের আটক করা হয়েছে।’

তালিবান সূত্রের খবর, আজমল এবং সাখির বিরুদ্ধে কয়েক দিন আগে নেটমাধ্যমে ‘হাস্যকর ভাবে’ কোরান পাঠের অভিযোগ উঠেছিল। দু’জনেই তার পরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বিবৃতিতে জানিয়েছিলেন, পবিত্র কোরান বা ইসলাম অবমাননার কোনও অভিপ্রায় তাঁদের ছিল না। যদি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তবে তাঁরা ক্ষমাপ্রার্থী। একটি আফগান সংবাদমাধ্যমের দাবি, সাখি মানসিক অবসাদের শিকার। প্রসঙ্গত, তালিবান শাসিত আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement